ড্রর পর ক্ষতবিক্ষত চেহারা, ব্যাখ্যা দিলেন গার্দিওলা
ম্যানচেস্টার সিটি ও পেপ গার্দিওলার দুঃসময়
চলছেই। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা ৫ ম্যাচে হারের বাজে কীর্তি
গড়েছে তার দল। চ্যাম্পিয়ন্স লিগে ফায়েনুর্ডের বিপক্ষে ওই ধাক্কা কাটিয়ে উঠতে
চেয়েছিলেন কোচ গার্দিওলা। কিন্তু ম্যাচটা ৩-৩ গোলে সমতা করেছে তার দল।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৫৩ মিনিটের
মধ্যে ৩-০ গোলের লিড নেয় ম্যানসিটি। আর্লিং হালান্ড জোড়া গোল করেন। কিন্তু পরেই
তিন গোল হজম করায় ম্যাচ সমতা হয়ে যায়। ম্যাচের ৭৪, ৮২ ও ৮৯ মিনিটে গোল করে ডাচ
ক্লাব ফায়েনুর্ড।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা সিটিজেন কোচ পেপ
গার্দিওলার মাথায় খামচির একাধিক চিহ্ন দেখা যায়। বিক্ষত নাক দিয়ে রক্ত বেরোতে দেখা
যায়। সব মিলিয়ে ক্ষতবিক্ষত চেহারা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন গার্দিওলার। কারণ কী
এই প্রশ্নে কোচ জানিয়েছেন, নিজেকে শাস্তি দিয়েছেন তিনি।
গার্দিওলা বলেন, ‘আমি আমার আঙুল দিয়ে, নখ
দিয়ে... নিজেকে শাস্তি দিতে চেয়েছি।’ পরে বলেন, ‘এটা
কঠিন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে ভালো খেলছিলাম। তবে মাঝে মধ্যে এমনটা ঘটে। আমি
জানি না, এটা মানসিক নাকি কৌশলগত সমস্যার জন্য এমনটা হচ্ছে।’