রাজপথে এলোপাতাড়ি অস্থিরতা ও অংশীজনের করণীয়
আজকাল রাজধানীর এক সড়ক থেকে আরেক সড়কে চলাফেরা
রীতিমতো অনিশ্চয়তাময় ও ভীতিকর হয়ে উঠেছে। কখন কোন সড়কে কোন দাবিতে কোন পক্ষ
যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে সব অবরোধ করে বসে থাকবে, তা ধারণা করাই দুরূহ।
গত মঙ্গলবার সায়েন্স ল্যাব এলাকায় বাসে ওঠাকে
কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সিটি কলেজের কয়েক ছাত্রের হাতাহাতি হয়। ওই
ঘটনার জেরে কলেজ দুটির শিক্ষার্থীদের মধ্যে পরদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাসদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
সংঘর্ষে অন্তত ৪০ জন আহত। সিটি কলেজ সরিয়ে নেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা
কলেজের শিক্ষার্থীরা। সিটি কলেজের ছাত্রদের অভিযোগ, ঢাকা কলেজের ছাত্ররা তাদের
কলেজে ঢুকে হামলা চালায়।
বৃহস্পতিবার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে চালকরা
রাস্তায় নামে। এদিন অন্তত ১২টি পয়েন্টে তাদের অবস্থানের ফলে রাজধানী কার্যত অচল
হয়ে পড়ে। সকাল ৯টা থেকে ৬ ঘণ্টা মহাখালী অবরোধ করে রাখে। সোমবার সরকারি তিতুমীর
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালীতে দিনভর সড়ক ও রেলপথ অবরোধ
করে।
ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে রোববার দুপুরে পুরান ঢাকায় ৩৫টি কলেজের ছাত্ররা
সমবেত হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করে শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১৭টি বিভাগে। সেন্ট
গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে আগুন দেয়, ভাঙচুর করে। নির্বিচার গাড়ি ভাঙচুর ও
সংঘর্ষ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এর প্রতিশোধ হিসেবে
সোমবার রীতিমতো জানান দিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় আরেক দল
ছাত্র। সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।
রোববারই রাত ১০টার পর তেজগাঁওয়ে প্রতিবেশী দুই শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক
ইনস্টিটিউট ও বুটেক্সের দুই হলের আবাসিক ছাত্রদের মধ্যে ‘রাজনৈতিক
বচসা’ থেকে হামলা ও পাল্টা হামলা শুরু হয়। অন্যদিকে ওইদিন দুপুর থেকে
দুটি সংবাদমাধ্যমের সামনে এক দল ব্যক্তি বিক্ষোভ প্রদর্শন ও গরু জবাই ‘কর্মসূচি’
বাস্তবায়ন শুরু করে।
এসব সংঘর্ষ ও অবরোধ বা কর্মসূচির কারণে রাজধানীতে তীব্র যানজট ছড়িয়ে যায়, জনজীবনে
অকল্পনীয় দুর্ভোগ ও ভীতির সৃষ্টি হয়। সাধারণ মানুষের দুর্ভোগে অবশ্য
আন্দোলনকারীদের মধ্যে বিন্দুমাত্র উদ্বেগের দেখা মেলে না।
রাজপথে এলোপাতাড়ি অস্থিরতা ও সংঘর্ষের উৎস
কোথায়? একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সেখানকার
শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখছে। শিক্ষার্থীরাই দল বেঁধে আজ এই প্রতিষ্ঠানে,
কাল ওই প্রতিষ্ঠানে হামলা করছে। যে কোনো ছুতোয় একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত
হচ্ছে। ভাঙচুর করছে প্রতিপক্ষ প্রতিষ্ঠানের যানবাহন, সম্পদ ও অবকাঠামো। এর কারণ
কী?
মাত্র সাড়ে তিন মাস আগে যে অবিশ্বাস্য গণঅভ্যুত্থানে শেখ হাসিনার একনায়কতান্ত্রিক
শাসনের জগদ্দল পাথর থেকে মুক্ত হলো দেশ, তার প্রধান কারিগর ছাত্রসমাজ; তারাই কেন
পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে? কেনই বা অযৌক্তিক দাবি নিয়ে রাজপথ অবরোধের
মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে? বিষয়গুলো গভীরভাবে সকল অংশীজনকে ভেবে দেখতে হবে।
গণঅভ্যুত্থানজয়ী তরুণ ছাত্রসমাজের ধ্বংসাত্মক ও অস্থির মনোবৃত্তির পেছনে সামাজিক,
রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ সন্ধান করে ব্যবস্থা গ্রহণ জরুরি।
২.
৫ আগস্ট কর্তৃত্ববাদী শাসনের অবসানে প্রতিটি শ্রেণি-পেশার মানুষ নিজেদের নানা
ধরনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নের সঙ্গে বাস্তবতার
দূরত্ব থাকে, এই বিষয়ে সজাগ করবার জন্য যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব নিতে হয়। ৮
আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আমরা যত বেশি রাজনৈতিক মতামত দিতে
দেখেছি, সেই তুলনায় কার্যকর সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা কমই দেখছি। উপদেষ্টাদেরও
একেকজন প্রায়শ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে নিজস্ব মতামত দেন। লন্ডন সফররত এক
উপদেষ্টা সর্বশেষ বলেছেন, ২০২৬ সালের জুনে নির্বাচন হবে। শেষ পর্যন্ত রোববার
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলতে সম্ভবত বাধ্য হলেন, ‘নির্বাচন
কখন হবে সেটি প্রধান উপদেষ্টা নিজে জানাবেন। অন্য উপদেষ্টা যে যা বলছেন, এগুলো
তাদের নিজেদের অভিমত।’ শুধু নির্বাচন নয়, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও
একেক উপদেষ্টা একেক সময় একেক কথা বলে চলেছেন।
৩.
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে এখনও স্পষ্ট নয় যে, কবে নির্বাচিত সরকার দায়িত্ব
নেবে। গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা নিশ্চয়ই এমন, দেশ আর কখনোই পুরোনো একক
কর্তৃত্বের শাসনে অবরুদ্ধ হবে না। এ জন্য শাসন কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই
জরুরি; তবে এই সংস্কার রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বাস্তবায়ন করতে হবে।
গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হবে, সেই পথ সরকারকে বেছে নিতে
হবে। আর সংস্কার দীর্ঘমেয়াদি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া; আমূল সংস্কারে মাসের পর মাস
শুধু নয়, বছরের পর বছর প্রয়োজন হতে পারে। কাজেই নির্বাচন প্রক্রিয়া ও সংস্কারের পথ
পরিক্রমা একই সঙ্গে এগিয়ে নিতে হবে।
যে বিপুল গণবিক্ষোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন
আওয়ামী লীগ সরকারের ভূমিধস পতন হয় ৫ আগস্ট, সেটি এ দেশের মানুষের অপ্রতিরোধ্য
প্রতিরোধেই সম্ভব হয়েছে। কিন্তু আজকাল সরকারি প্রচারণায় কী মনে হয়? বিটিভিসহ বেশ ক’টি
টিভির খবর ও আলোচনায় শোনা যায় সেই আওয়ামী লীগ আমলের ধারাবাহিকতা। সরকারের
প্রপাগান্ডা, বিরোধীদের মুণ্ডুপাত। এখন বিরোধী দল কারা? টকশো আলোচকদের বয়ানে–
আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকারের আমলে সেই সরকারের বয়ান ছিল, যা কিছু মন্দ সব
বিএনপি-জামায়াতের সৃষ্ট! বর্তমান বিটিভি ও সরকারি বয়ান শুনলে মনে হয়, বিরোধী মত
মাত্রই ‘স্বৈরাচারের দোসর’ বা বিরোধীরা আওয়ামী লীগের বান্ধব! আওয়ামী লীগের গত দেড় দশকের
কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী আচরণ সম্পর্কে দেশবাসী জানে, তাদের সামনে মুহূর্তে
মুহূর্তে সে সম্পর্কে নানা তথ্য-উপাত্ত সরবরাহ করবার পাশাপাশি আগামী দিনে এ দেশের
মানুষের জীবনমান উন্নয়নে কী করা হচ্ছে, সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনার
অনুপস্থিতি নানা ক্ষেত্রে হতাশার জন্ম দিচ্ছে।
ছাত্রদের পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে আমরা দেখলাম, অবলোকন করলাম
তাদের চাকরির বয়সসীমা ৩৫ করবার আন্দোলন। তবে সরকারের পক্ষ থেকে একবারও উচ্চারিত
হতে শুনলাম না, কেন তোমরা সবাই চাকরিই করবে? কেন ছাত্ররা উদ্যোক্তা হবে না?
বিশ্বজুড়ে প্রফেসর ইউনূস ছাত্রদের চাকরি না করে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখিয়েছেন,
এখন এ দেশের ছাত্রদের সামনে সেই স্বপ্ন তুলে ধরতে বাধা কোথায়! কেন সুনির্দিষ্ট
কিছু উদ্যোগ ও আয়োজন নেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপুলসংখ্যক ছাত্রছাত্রীর
জন্য? পুরান ঢাকায় গত তিন দিন রীতিমতো বলেকয়ে অন্তত ৩৫টি কলেজের ছাত্ররা একজোট হয়ে
প্রতিপক্ষকে আক্রমণ করল– অরাজকতা বন্ধে সরকার বা প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা দেখি
না।
যে উদ্যম ও স্বপ্ন নিয়ে এ দেশের তরুণ
ছাত্রছাত্রীরা জুলাই-আগস্টে প্রবল পরাক্রমশালী সরকারের বিরুদ্ধে জীবন তুচ্ছ করে
লড়াই করেছে, তাদের সামনে সুস্পষ্ট পথরেখা প্রয়োজন। নতুন রাজনৈতিক বয়ানের নামে
রাজনৈতিক বিতর্ক হাজির করে, একে ভিলেন তাকে নায়ক বানিয়ে আরও একটি তৃতীয় ধারার ‘পলিটিক্যাল
ন্যারেটিভ’ শুধুই হতাশার সৃষ্টি করছে। এ জন্য পৃথক রাজনৈতিক দল প্রয়োজন,
আগ্রহীরা সে দলের হয়ে কাজ করতে পারেন। বিএনপিসহ প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো
শিক্ষার্থী-জনতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ও দেশের আসন্ন গণতান্ত্রিক যাত্রার
অন্যতম অংশীজন। তারা প্রত্যেকে সরকারের সঙ্গে আলোচনায় বসে অনতিবিলম্বে আগামী দিনের
রাজনৈতিক পদক্ষেপসমূহের পথরেখা চূড়ান্ত করলে সামাজিক অস্থিরতা অনেকাংশে কমবে।
সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হলে সেখানে অবিশ্বাস ও হিংসার স্থানও
কমে আসবে।
মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক