নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরের লালপুরে সুপারি বোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ট্রাক চালক ও ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক অলপু থান্দার কদিমচিলান এলাকার ইসরুথান্দারের ছেলে ও নিহত ট্রাক চালক মোস্তাকিম (২৪) বাগেরহাট জেলার জালাল উদ্দিনের ছেলে।

বনাপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ৭টার দিকে কদিমচিলান মোড় এলাকায় সুপারি বোঝাই নাটোরগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়। ট্রাকের ভেতরে আটকা পড়েন ট্রাকের চালক। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ট্রাক থেকে চালককে বের করে নিকটস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, পরে ঘটনান্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।