গুরুদাসপুরে দুই বাড়িতে ২৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি

নাটোরের গুরুদাসপুরে ১৫ দিনের ব্যবধানে পৃথক দুই বাড়িতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। দুই বাড়িতেই সপ্তাহের সোমবার একই সময়ে চুরির ঘটনা ঘটে।

সোমবার দুপুর দেড়টার দিকে গুরুদাসপুর পৌরসভার পারগুরুদাসপুর মহল্লার পারগুরুদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আমেনা বেগমের বাড়িতে তিনটি গেটের তালা ভেঙে বাড়িতে থাকা স্বর্ণালংকার চুরি হয়েছে।

জানা যায়, গত (৪ নভেম্বর) গুরুদাসপুর কর্মকারপাড়া মহল্লার জয় কর্মকারের বাড়িতে একই সময়ে চুরির ঘটনা ঘটে। প্রায় ১৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছিল জয় কর্মকারের বাড়িতে। সোমবার দুপুরে শিক্ষিকা আমেনা বেগমের বাড়িতে কেউ না থাকার সুযোগে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়।

শিক্ষিকা আমেনা বেগম বলেন, আমার স্বামী জমিতে কাজে গিয়েছিলেন। আমিও স্কুলে ছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনটি গেটের তালা ভেঙে ঘরের ভেতরে আলমারিতে থাকা সোনার ৩টি চেইন, ১টি আংটি, ১ জোড়া বালা, ৩ জোড়া কানের দুল, ৩ জোড়া রুপার তোড়া চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ৬-৭ লাখ টাকা।

জয় কর্মকার জানান, গত ১৫ দিন আগে সোমবার দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে তার বাড়ি থেকে নগদ টাকাসহ ১৭ লাখ টাকা মূল্যের গহনা চুরি হয়। থানায় অভিযোগ করেছিলেন তিনি। তবে এখনও চুরি যাওয়া মাল কিংবা চোরের সন্ধান করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, জয় কর্মকারের বাড়িতে চুরি যাওয়া মালামাল উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষিকার বাড়িতে চুরি যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি। চোর চক্রকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।