টানা ষষ্ঠ দিনে গড়াল দর পতন

টানা ষষ্ঠ দিনে দর পতন হয়েছে শেয়ারবাজারে। বাছবিচার ছাড়া সব ধরনের কোম্পানির শেয়ার দর হারিয়েছে। তবে সার্বিক দর পতনের মধ্যে যে স্বল্পসংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে, তার মধ্যে বীমা খাতের শেয়ারই বেশি। এর বাইরে শ্যামপুর সুগার, জিল বাংলা, হামির মতো কিছু রুগ্ণ কোম্পানির শেয়ার ছিল দরবৃদ্ধির শীর্ষে।
প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৮৮টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত থেকেছে ৫৩টির দর। দরবৃদ্ধি পাওয়া শেয়ার সংখ্যার তুলনায় অপেক্ষাকৃত কমসংখ্যক শেয়ার দর হারিয়েছে বীমা, সিমেন্ট, সিরামিক্স, ওষুধ ও রসায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে। তুলনামূলক বেশি দর হারিয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, কাগজ ও ছাপাখানা খাতের শেয়ারের।

বেশির ভাগ শেয়ারের দর পতনে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট হারিয়ে ৫১৪৬ পয়েন্টে নেমেছে। এ নিয়ে গত ছয় কর্মদিবসে মোট ২০০ পয়েন্ট হারাল এ সূচক। দিনের লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে, সকাল ১০টায় দিনের লেনদেনের শুরুতেই সূচকটি ২৯ পয়েন্ট হারিয়ে ৫১৬৮ পয়েন্টের নিচে নামে। মাঝে দুই দফায় কিছু শেয়ারের দর পতনের হার কমার পাশাপাশি কিছু শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় সূচকের পতনও কমেছিল। তবে শেষ পর্যন্ত দর পতনের হার আরও বেড়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের পর স্কয়ার ফার্মার দর সংশোধনে ডিএসইএক্স সূচক প্রায় ২৭ পয়েন্ট হারিয়েছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংক, বিএটি বাংলাদেশ, রেনাটা, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংকের শেয়াদর হ্রাসও সূচকে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেছে। 

টানা দর পতনের ধারায় শেয়ার কেনাবেচার পরিমাণও ক্রমে কমছে। গতকাল ঢাকার এ শেয়ারবাজারে ৩০২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় পৌনে ৬২ কোটি টাকা বা প্রায় ১৭ শতাংশ কম। তাছাড়া এ লেনদেন গত ১৬ অক্টোবরের পর সর্বনিম্ন।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, শেয়ারবাজারে অর্থের প্রবাহ কম। ব্যাংকের সুদহার বেশি হওয়ায় শেয়ারবাজারে টাকা আসছে না। ট্রেজারি বন্ডে বেশি সুদ পাওয়ায় অনেকের মধ্যে আবার এ ধরনের বিনিয়োগে আগ্রহ দেখা যাচ্ছে। সার্বিক বিচারে তারল্য সংকট রয়েছে শেয়ারবাজারে।