দূষণে আজ বিপজ্জনক ঢাকার বায়ু
দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার ঢাকার
বায়ুর মান বিপজ্জনক। বেলা ১০টা ১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স
(একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩২০, অবস্থান তৃতীয়।
বিশ্বের ১২০টি দেশের মধ্যে এ তালিকায় শীর্ষে
রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৬৩ অর্থাৎ সেখানকার বায়ুও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোরে দ্বিতীয় স্থানে আছে বসনিয়া
হার্জেগোভিনার শহর সারাজেভো, স্কোর ৩৩৬। ২৪২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে
পাকিস্তানের লাহোর। পঞ্চমে আছে ভারতের কলকাতা, স্কোর ১৮৯।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই
স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে
তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে
ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।


