নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বার্তা কী

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানায় নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের শীর্ষ এক নেতার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে। 

আইসিসির এই পরোয়ানার পেছনের কারণ গাজা যুদ্ধ। হামাসের ৭ অক্টোবর ইসরায়েল আক্রমণের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত বলা যেতে পারে। আইসিসির এ পদক্ষেপ বিশ্বরাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই পরোয়ানা একদিকে যেমন আন্তর্জাতিক বিচার ব্যবস্থার শক্তি ও প্রভাবকে সামনে এনেছে, অন্যদিকে সৃষ্টি করেছে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতাও। মামলাটির মাধ্যমে আইসিসি আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি বার্তা দিয়েছে। সেই বার্তাটি হলো, রাষ্ট্রনেতা বা শক্তিশালী দেশগুলোকেও আইনের কাছে দায়বদ্ধ থাকতে হবে। বিশেষ করে যখন তা হয় মানবাধিকারের প্রশ্ন। এতে বিশ্বরাজনীতিতে নতুন করে তর্ক ও আলোচনা দেখা দিয়েছে।  

এদিকে ইসরায়েল সরকার আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, এটি একটি রাজনৈতিক পদক্ষেপ। আর নেতানিয়াহু বলে চলেছেন একই কথা, আমরা আমাদের দেশকে রক্ষা করার অধিকার রাখি। যথারীতি এখানেও তাঁর পাশে আছে যুক্তরাষ্ট্র। দেশটিও আইসিসির এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ইস্যুতে কখনোই আইসিসির বিচার ব্যবস্থা সমর্থন করেনি। বরং ইসরায়েলকে ট্রিলিয়ন ডলার সহায়তা দিয়ে অস্ত্রসরঞ্জাম সরবরাহ করেছে। বিশ্বজুড়ে এনিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিলেও এখনও বাইডেন প্রশাসনের মধ্যে কোনো পরিবর্তন চোখে পড়েনি। 

আইসিসির এ পদক্ষেপ যেমন সাধুবাদ পাচ্ছে, পাশাপাশি একটি বড় প্রশ্ন উঠছে: কী কারণে এই আদালত এতদিন ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি? গাজার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই সংঘাতপূর্ণ, তাহলে কেন এত দেরি? আইসিসির প্রসিকিউটর করিম খান বলেছেন, গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া একপ্রকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী, এমন ধরনের সন্ত্রাসবাদী হামলার পর মানবাধিকার লঙ্ঘন বা যুদ্ধাপরাধের বিচার করা অপরিহার্য।
অন্যদিকে এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচার ব্যবস্থার এক নতুন দিক উন্মোচন করতে পারে। ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর নেতাদেরও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হবে, এই বার্তা স্পষ্ট করা গেলে আসতে পারে কিছু ইতিবাচক পরিবর্তন। ইসরায়েল ও হামাসের নেতাদের বিরুদ্ধে আইসিসির অভিযোগের মাধ্যমে বিশ্বব্যাপী একটি নতুন ন্যায়ের ধারণা গড়ে উঠতে পারে। যেখানে
ক্ষমতা আর ক্ষমতার প্রয়োগ একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে না, বরং শক্তির অপব্যবহারকে আইনি কাঠামোয় আনা হবে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আইসিসির ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, তা একদিকে যেমন এই আন্তর্জাতিক বিচার ব্যবস্থার বৈশ্বিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, তেমনি আন্তর্জাতিক ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বিবেচিত হতে পারে। বিশেষ করে যখন অধিকাংশ ইউরোপীয় দেশ ও মানবাধিকার সংগঠন আইসিসির এই পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে।

তবে এই একটি পরোয়ানা দিন শেষে বৈশ্বিক রাজনীতির কূটখেলায় খুব বড় প্রভাব ফেলতে পারবে বলে মনে হচ্ছে না। এই গ্রেপ্তারি পরোয়ানা থেকে দেশি-বিদেশি সংস্থা ও নেতারা একটি শিক্ষা নিতে পারেন। সেটি হলো, যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, সেখানেই আন্তর্জাতিক সমাজের উচিত দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া। ইসরায়েল ও হামাসের বিরুদ্ধে আইসিসির পদক্ষেপ একদিকে যেমন এই ধারণাকে শক্তিশালী করছে, তেমনি এটি বিশ্বব্যাপী যুদ্ধ, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিতে পেরেছে। এখন এই বার্তা কোন শক্তি কীভাবে নেয়, সেটিই দেখার বিষয়।