পাকিস্তান সফরের প্রস্তুতি সারতে বাংলাদেশকে হারাতে চায় উইন্ডিজ
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট
চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের এই সিরিজটি
ক্যারিবীয়দের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে তারা। সফরের
আগে আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশকে হারানোই মূল লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। এমনটাই
জানিয়েছেন দলের কোচ আন্দ্রে কুলি।
সাম্প্রতিক সময়টা ভালো কাটেনি ক্যারিবীয়দের
জন্য। গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাটিতে ১-০ ব্যবধানে হারের পর
বছর শেষ করতে জয় চায় তারা। বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ভাবছে না দলটি।
কোচ কুলি বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানো আমাদের জন্য খুবই
গুরুত্বপূর্ণ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের দৌড় থেকে
আগেই ছিটকে গেছে দুই দল। ৯ দলের মধ্যে বাংলাদেশের পয়েন্ট ২৭.৫০ শতাংশ নিয়ে অবস্থান
আট নম্বরে, আর মাত্র ১৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বশেষ স্থানে ওয়েস্ট
ইন্ডিজ। এই চক্রে ক্যারিবীয়দের একমাত্র সাফল্য ছিল গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার
বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র।
তবে এবার জয় চায় ওয়েস্ট ইন্ডিজ। সে লক্ষ্যেই
প্রস্তুত হয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি নিয়ে কুলি বলেছেন, ‘এর
আগে প্রথম তিন-চার দিন বৃষ্টি হানা দিলেও তার পর থেকে অ্যান্টিগায় আমরা কয়েকটি
ভালো সেশন কাটিয়েছি। সবাই ফিট ও ভালো মানসিকতায় আছে।’
আসন্ন পাকিস্তান সফর নিয়ে আশাবাদী কুলি। তিনি
বলেন, পাকিস্তান সফরের আগে ঘরের মাঠে জয় পাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সংস্করণে আমাদের বাকি চারটি টেস্টই এখন
গুরুত্বপূর্ণ। মোমেন্টাম তৈরি করতে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ক্যারিবীয়দের জন্য
হবে শুধু আত্মবিশ্বাস ফেরানোর মাধ্যম নয়, বরং পাকিস্তান সফরের জন্য প্রয়োজনীয়
প্রস্তুতিও।


