শ্রম পরিবেশে দ্রুত উন্নতি চায় উন্নয়ন সহযোগীরা

বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নয়ন লক্ষ্যগুলোর দ্রুত বাস্তবায়ন চায় উন্নয়ন সহযোগীরা। রপ্তানি  প্রক্রিয়াকরণ অঞ্চলকে (ইপিজেড) অন্তর্ভুক্ত করে অভিন্ন শ্রম আইন প্রণয়নে বর্তমান আইন সংশোধনে আর কালক্ষেপণ না করার পরামর্শ দিয়েছেন উন্নয়ন সহযোগী পাঁচ দেশ ও সংস্থার প্রতিনিধিরা। শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ দিতে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ দিয়েছেন তারা। এসব উন্নয়ন লক্ষ্যসহ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ-সংক্রান্ত পথনকশার অগ্রগতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন। 

গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ৩+৫+১ সংলাপে পাঁচ দেশ ও সংস্থার পক্ষ থেকে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে আইএলওর পথনকশা অনুযায়ী শ্রম খাতের বিভিন্ন অগ্রগতি তুলে ধরা হয়। বাকি কাজ শেষ করতে না পারার কারণ হিসেবে করোনা অতিমারি, করোনার পরে জাতীয় নির্বাচন ও সব শেষ ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের বিষয়গুলো জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। শ্রম পরিবেশে উন্নয়নে আইএলও, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর শতভাগ বাস্তবায়নে আরও সময় চেয়েছেন সরকারের কর্মকর্তারা। 
রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডের পর থেকে বাংলাদেশের শ্রম খাতের প্রয়োজনীয় সংস্কার ও সাসটেইনেবেলিটি কমপ্যাক্ট বাস্তবায়নে ২০১৪ সালের অক্টোবর থেকে এ সম্পর্কিত অগ্রগতি পর্যবেক্ষণ করে আসছে উন্নয়ন অংশীদাররা। বাংলাদেশ সরকারের বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জার্মানি এবং আইএলওর মধ্যে শ্রম খাতের টেকসই সংস্কার বিষয়ে অগ্রগতি নিয়ে নিয়মিত বৈঠক হয়। এটিকে
৩‍+৫‍+১ বৈঠক বলা হয়ে থাকে।

বিগত বছরগুলোতে সংলাপ শেষে গণমাধ্যমকে এ বিষয়ে অবহিত করা হয়। তবে এ বছর ব্রিফ করা হয়নি। বৈঠক সূত্রে জানা যায়, এতে আইএলওর পথনকশা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এতে বলা হয়, শ্রম খাতের উন্নয়নে বাংলাদশ একটি জাতীয় কর্মপরকিল্পনা (২০২১-২০২৬) গ্রহণ করছে। এ পরিকল্পনা আইএলও গভর্নিং বডির কাছে বাংলাদেশ সরকারের উপস্থাপিত রোডম্যাপের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
বৈঠকে রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা জিএসপি স্থগিতের পর এ সুবিধা ফেরত দিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) পক্ষ থেকে দেওয়া ১৬ শর্তের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ইইউর ডিউডিলিজিন্সের সঙ্গে সংগতিপূর্ণ বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনার (এনপিএ) বাস্তবায়ন কোন পর্যায়ে রয়েছে
সে বিষয়ে জানতে চান উন্নয়ন সহযোগীরা। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়েছে। 

বৈঠক সূত্র জানায়, অন্যান্য বিষয়ের সঙ্গে ২০২৩ সালে সর্বনিম্ন মজুরির দাবিতে আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তার একটা গ্রহণযোগ্য সমাধান,  ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কালো তালকিাভুক্ত না করাসহ ন্যাশনাল ট্রাইপাট্রাইট কনসালটেটিভ কাউন্সলিকে (এনটিসিসি) আরও কার্যকর ভূমিকায় দেখতে চান বলে জানান রাষ্ট্রদূতরা।
বৈঠকে উপস্থিত একজন রাষ্ট্রদূত নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদশেকে শ্রম খাতের প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে আবশ্যকীয় সংস্কারের লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ  করবেন তারা। বাংলাদশের এ সংস্কারে কার্যক্রমসহ শ্রম খাতের যে কোনো উন্নয়নে তারা পাশে থাকবেন। এলডিসি থেকে উত্তরণের পর বাজারে প্রবেশ নিয়ে কোনো সংকটে পড়বে না বাংলাদশ।  
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা সমকালকে জানান, শ্রম খাতের উন্নয়নে সরকারের সদিচ্ছা এবং পদক্ষেপ নিয়ে উন্নয়ন সহযোগীরা সন্তুষ্ট। যেসব শর্ত পূরণ হয়নি সেগুলো অর্জন না হওয়ার কারণও যে যুক্তি সংগত, সেটা তারা বুঝতে পেরেছেন। তবে শ্রম আইনের সংশোধনে যাতে অযথা কালক্ষপেণ না করা হয়, সে পরামর্শ দিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন উন্নয়ন সহযোগীরা।