গণঅভ্যুত্থানে আহতদের ক্ষোভ ও সরকারের অগ্রাধিকার

দেড় দশকে আওয়ামী লীগের দুঃশাসনের অভিঘাত সমাজ-অর্থনীতি-রাজনীতির নানা দিকে ছড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই এসবের কোনো কোনোটি নিয়ে মতামত ও প্রতিক্রিয়ায় রাজপথ প্রায়শ মুখর হয়। তবে গত বুধবার রাজধানীতে ব্যতিক্রমী ও মর্মস্পর্শী বিক্ষোভের ঘটনা ঘটে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা জড়ো হন রাজপথে কারও এক পা নেই, কেউ হুইলচেয়ারে, কারও চোখে ব্যান্ডেজ। চিকিৎসাধীন এই আহতরা ১৪ ঘণ্টারও বেশি পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। উন্নত চিকিৎসা, আর্থিক সহায়তা ও স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবিতে ওই কর্মসূচিতে যোগ দেন গণঅভ্যুত্থানে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিপুলসংখ্যক ব্যক্তি। অন্তর্বর্তী সরকারের কাছে সুচিকিৎসার দাবিতে মধ্যাহ্ন থেকে রাতের শেষ প্রহর পর্যন্ত আহত মানুষদের ক্ষোভ-হাহাকারে বিদীর্ণ হয় রাজধানী; একই সঙ্গে কয়েকটি প্রসঙ্গ সামনে আসে।

রাষ্ট্র ও জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকারের বিদায়ঘণ্টা বাজে অবিশ্বাস্য গণঅভ্যুত্থানে। ছাত্র-জনতার অকুতোভয় প্রতিবাদ ও প্রতিরোধে শেখ হাসিনার দেশত্যাগের আগ পর্যন্ত আন্দোলনে অন্তত দেড় হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি ছাত্রসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাত, পা, কান, চোখসহ অঙ্গহানি ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী আহতের সংখ্যা প্রায় ২০ হাজার। এদের অধিকাংশই চিকিৎসা নিতে গিয়ে সীমাহীন কষ্টের মধ্যে পড়েন। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানজয়ী সরকার দায়িত্ব গ্রহণের তিন মাস পর আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার দাবিতে রাস্তায় নেমে আসতে হলো। যৌক্তিক প্রশ্ন ওঠে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও নিরাপত্তা সরকারের অগ্রাধিকারে কেন ছিল না?

সরকার যদি আহতদের সুচিকিৎসা ও নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করত, তাহলে চিকিৎসার দাবিতে তাদের হাসপাতাল ছেড়ে রাস্তায় নেমে আসতে হতো না। আহতদের কয়েকজন স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির ওপরে উঠে যান কেউ কেউ (সমকাল, ১৪ নভেম্বর ২০২৪)। আহতদের একজন মো. মাসুম হুইলচেয়ারে বসে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের চতুর্থ তলায় গেলেও তাদের দেখতে তিনতলায় যাননি। উপদেষ্টা তিন মাস পর হাসপাতালে এসেছেন; কিন্তু আহত ব্যক্তিদের উপেক্ষা করেছেন। তিনি বলেন, আমাদের রক্তের ওপর দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন (প্রথম আলো, ১৪ নভেম্বর ২০২৪)।

অবশ্য বিক্ষোভ শুরুর ১৩ ঘণ্টা পর, রাত ২টায় চারজন উপদেষ্টা বিক্ষোভকারী আহতদের সামনে উপস্থিত হয়ে তাদের সুচিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেন; পরদিন সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সকল আহতের সরকারি ব্যয়ে চিকিৎসার নিশ্চয়তাসহ যার যা প্রয়োজন তা-ই করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকেও ত্বরিত উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
প্রশ্ন আরও আছে। যারা আন্দোলনে জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, তাদের তালিকা সরকার তিন মাসেও চূড়ান্ত করতে পারেনি কেন? দুটি সংখ্যা সরকারের পক্ষ থেকে বলা হয়। আন্দোলনে নিহত পনেরশ, আহত উনিশ হাজার তিরানব্বই। কিন্তু নাম-ঠিকানাসহ চূড়ান্ত তালিকা এখনও নেই। বিচ্ছিন্নভাবে কিছু আর্থিক সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। হতাহতদের বড় অংশ শ্রমজীবী; এসব পরিবার এখন বাঁচার লড়াই করছে। এদের তালিকা করে সকল দায়িত্ব নেওয়া সরকারের অগ্রাধিকারে থাকা উচিত ছিল। ঘটনা বিশ্লেষণে মৌলিক প্রশ্ন থেকেই যায়
সরকার আদৌ কাজের অগ্রাধিকার নির্ধারণ করেছে কি?                                                                                                                                                                                                                               

২.
আওয়ামী সরকারের বিদায়ে গণমানুষের অন্যতম প্রত্যাশা ছিল, বাজার পরিস্থিতি মধ্যবিত্ত-নিম্নবিত্তের অনুকূলে আনতে অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু বাস্তবতা বিপরীত।
আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না শিরোনামে ১৫ নভেম্বর সমকাল জানাচ্ছে, ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে দুমুঠো শাক, অন্য কিছু কিনতেই শেষ। মানুষ অধৈর্য হয়ে গেছে। দামের আগুনে বাজার কীভাবে জ্বলছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের খেদোক্তিতেই পরিষ্কার।

স্বয়ং অর্থ উপদেষ্টা বাজার নিয়ে খেদ প্রকাশ করলেও সিন্ডিকেট ভাঙতে কার্যকর কোনো পদক্ষেপের কথা জানাতে পারেননি। আমরা বরাবর জেনে এসেছি, সিন্ডিকেটের কারসাজিতে বাজারে দাম বাড়ে। সিন্ডিকেট দমনে ২০১২ সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন এবং ২০১৬ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়। ২০১৮ সালে কৃষিপণ্য বাজারজাতকরণ আইন প্রণীত হয়। এসব আইন ও কমিশন কাগজপত্রেই রয়ে গেছে; বাজারে প্রভাব পড়েনি। আওয়ামী লীগ আমল থেকেই সিন্ডিকেটের উপস্থিতি রয়েছে; সেই সিন্ডিকেট ভাঙতে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কী করছে? আমরা জানি না। 

৩.
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ৬টি সংস্কার কমিটি গঠন করে। এর মধ্যে উল্লেখযোগ্য সংবিধান ও নির্বাচন কমিশন। এই দুটিসহ সব কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেবে বলে জানানো হয়েছে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতৈক্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তবে প্রধান রাজনৈতিক দলগুলো বারকয়েক জানিয়েছে, তাদের সঙ্গে যথাযথভাবে আলোচনা করছে না অন্তর্বর্তী সরকার। গত তিন মাসে দু
বারের বেশি কোনো রাজনৈতিক দলের সঙ্গেই বসেননি প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন রওনা দিয়েছে বলা হলেও, প্রধান অংশী রাজনৈতিক দলগুলোর মতামত সেখানে কতখানি প্রতিফলিত হচ্ছে প্রশ্নের অবকাশ রয়েছে। 

 

আবার বিভিন্ন মন্ত্রণালয় থেকে এমন কিছু কার্যক্রম নেওয়া হচ্ছে, যেগুলো অন্তর্বর্তী সরকারের কার্যকাল ও অগ্রাধিকারের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়। যেমন সেন্টমার্টিন দ্বীপে বর্তমানে রাতে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। সেখানে দৈনিক দুই হাজার পর্যটক রেজিস্ট্রেশন করে যেতে পারছেন এবং সেই দিনের মধ্যেই ফিরতে হচ্ছে। পরিবেশ উপদেষ্টা যথার্থই বলেছেন, যেভাবে চলছিল তাতে ২০৪৫ সালের মধ্যে প্রবাল দ্বীপটি ডুবে যাবে! তবে ২০৪৫ সাল আসতে কিছুটা দেরিই আছে; দায়িত্ব নিয়েই দ্বীপটিতে রাত্রিবেলা পর্যটক অবস্থান নিষিদ্ধ না করলেও চলত। যেখানে সেন্টমার্টিন বিদেশি রাষ্ট্রের হাতে চলে যাওয়া নিয়ে ভীতি ছড়িয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সেখানে তড়িঘড়ি করে নিয়মকানুনের কড়াকড়ি জনমনে শঙ্কা জাগিয়ে তোলে বৈকি!

দীর্ঘমেয়াদি কাজগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়াই যুক্তিসংগত। সংস্কারও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া বটে। সব ধরনের সংস্কার সুসম্পন্ন করে অতঃপর নির্বাচনের আয়োজন নিশ্চয়ই যুক্তিসংগত প্রস্তাব হতে পারে না। বরং নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির দিকে সরকারের সর্বোচ্চ মনোযোগ জরুরি। নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা আমাদের যথেষ্টই আছে। সমস্যা হয়ে যায় তখনই, যখন আইন প্রয়োগকারীরা কোনো দলের নতজানু সদস্য হয়ে কাজ করেন! নির্দলীয় নির্বাচনী কাঠামো তৈরিতে সরকারকে মনোযোগী হতে হবে। 
গণঅভ্যুত্থানজয়ী এই সরকারের পেছনে যেমন জনসমর্থন রয়েছে, তেমনি রয়েছে জনআকাঙ্ক্ষা। স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে আসার জনআকাঙ্ক্ষা পূরণে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী নিশ্চয়ই প্রয়োজন। আর সে জন্যও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধিরাই দীর্ঘ মেয়াদে দেশ পরিচালনা করবেন। এ জন্য শাসন কাঠামো তাদের নিয়েই গণতান্ত্রিকভাবে গড়ে তুলবার উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতাসীন দলের ক্রীড়নক না বানিয়ে তাদের পেশাদার, দায়িত্বশীল ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে পারলে তা সমগ্র সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার দৃষ্টিগ্রাহ্য হওয়া জরুরি। তাহলে অচিরেই অবাধ, সুষ্ঠু ও যথার্থ জাতীয় নির্বাচন আয়োজনের পথরেখা মিলবে। মিলবে দেশের মানুষের আকাঙ্ক্ষিত নির্বাচিত সরকার।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক