লুটপাটের পর শিশু অপহরণের ঘটনায় আটক ১

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির পর কন্যাশিশুকে অপহরণের ঘটনায় একজন আটক হয়েছেন। মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

উল্লেখ্য, আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। শুক্রবার সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি সেই বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে আট মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে যান।