দারুণ প্রত্যাবর্তনে আইসিসির মাসসেরা নোমান
পাকিস্তানের
হয়ে ২০২৩ সালের ২৪ জুলাই সবশেষ টেস্ট খেলেছিলেন স্পিনার নোমান আলী। এরপর গত
অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজে ডাক পান ৩৮ বয়সী এই
ক্রিকেটার।
সুযোগ পেয়েই দুই ম্যাচে
২০ উইকেট নিয়ে দলকে সিরিজ জিতিয়ে দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখেন নোমান। এমন
অর্জনে তাই আইসিসির অক্টোবরের মাসসেরার পুরস্কার জিতেছেন তিনি।
মাসসেরা হওয়া দৌড়ে পেছনে
ফেলেছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো
রাবাদাকে। যারা ভারত ও বাংলাদেশের বিপক্ষে দারুণ করেছিলেন বল হাতে।
মাসসেরা পুরস্কার জয়ের পর
নোমান বলেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার
সতীর্থদের কাছে খুবই কৃতজ্ঞ যারা আমাকে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করতে সহযোগিতা
করেছে এবং ঐতিহাসিক সিরিজ জিততে সাহায্য করেছে। দেশের এমন স্মরণীয় জয়ের অংশ হতে
পারা সব সময়ই দারুণ ব্যাপার।’


