তরুণরাই পূরণ করবে জাতির প্রত্যাশা
জাতির
প্রত্যাশা পূরণ হবে তরুণদের হাত ধরেই। এই তরুণরাই আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার
রূপকার ও বাস্তবায়নকারী। শনিবার (৯ নভেম্বর) বিকালে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি
কমপ্লেক্সে ‘দেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব
কথা বলেন বক্তারা।
ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরগুনার সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মনির হোসেন কামাল বলেন, তরুণরা সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতেও করবে। যেকোনো অন্যায় অবিচারের বিরুদ্ধেই তারা আওয়াজ তুলবে, কথা বলবে- আমরা এমনটাই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ‘তরুণরা
যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের চূড়ায় পৌঁছাতে হলে আমাদের আরও জাগ্রত থাকতে হবে।
তাদের নিয়েই আমরা আমাদের জাতীয় আকাঙ্ক্ষা পূরণ করব।’
এ সময় বরগুনার নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রঞ্জু আরা শিপু মাদক
থেকে তরুণদের দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রতিজ্ঞা করি, যাতে
কেউ মাদকের প্রতি আসক্ত না হই। মাদকাসক্তির কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে।
তরুণরাই একটি জাতির গর্ব, তাদেরকে দেশের কল্যাণে কাজ করতে হলে সকল অন্ধকার দিক
থেকে বেড়িয়ে আসতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে ‘আমিও
জিততে চাই’ ক্যাম্পেইন নিয়ে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের
বরিশাল বিভাগের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান। নীতিনির্ধারক পর্যায়ে তরুণদের
বিভিন্ন সুপারিশ, দাবি ও মতামত তুলে ধরতে ক্যাম্পেইনটিতে তরুণদের অংশগ্রহণের
আহ্বান জানান তিনি।
ইউএসএআইডির স্ট্রেনদেনিং
পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও
জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায়
আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে।
ক্যাম্পেইনটির আওতায় www.amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে
নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানে আলোচনা সভা
ছাড়াও ইন্টারেক্টিভ থিয়েটার, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল
প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা সমকালীন বিভিন্ন ইস্যুর সমাধান নিয়ে
তাদের মতামত তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ক্যাম্পেইনে বরগুনার
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শতাধিক তরুণ শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন
স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা তাদের
মতামত তুলে ধরেন।
তারা ক্যাম্পেইন সম্পর্কে
বলেন, ‘তরুণরাও যে দেশ নিয়ে কথা বলতে পারে, এই বিষয়টি এতদিন উপেক্ষিক ছিলো।
এই ক্যাম্পেইনের মাধ্যমে তরুণদের দাবিগুলো সমাজের নীতিনির্ধারক পর্যায়ে জানানোর
সুযোগ পাবে জেনে আমরা আনন্দিত।’
এ
সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বরগুনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু
জাফর মো. সালেহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্তরঞ্জন
শীলসহ অনেকে।


