সিএনজি-অটোরিকশার সংঘর্ষে শিক্ষক নিহত, স্ত্রী-সন্তান আহত

টাঙ্গাইলের
ভূঞাপুরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল আলীম নামে এক
শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭
নভেম্বর) সকালে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাগমারীপাড়া
ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া
হয়।
নিহত শিক্ষক আব্দুল আলীম
ভূঞাপুর প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক এবং উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর
এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।
প্রভাতী কিন্ডারগার্টেনের
শিক্ষক এম কে হাতেম জানান, ওই শিক্ষক টাঙ্গাইলের বাসা থেকে সিএনজিতে করে ভুঞাপুর
যাচ্ছিলেন। এ সময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার
সঙ্গে তার সিএনজিটির সংঘর্ষ হয়। তাতে আলীম গুরুতর আহত ও তার স্ত্রী-সন্তানসহ আরও
কয়েকজন আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলীমের
মৃত্যু হয়। এছাড়া তার স্ত্রী ও সন্তান সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলমগীর জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


