বন্যার ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল

রাজধানীর মোহাম্মদপুরে
রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান
'সুরের ধারা'র জমির লিজ বাতিল করেছে সরকার।
আজ
বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই
করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে
ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
জানা
গেছে, এই জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তে 'সুরের ধারা'র চেয়ারম্যান ও অধ্যক্ষ
রেজওয়ানা চৌধুরী বন্যার নামে অনুমোদিত হয়েছিল। জমিটি ঢাকার মোহাম্মদপুর থানার
রামচন্দ্রপুর মৌজায় অবস্থিত।
বাতিল হওয়া জমিটি খাস খতিয়ানভুক্ত, যার দাগ নম্বর সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫, সিটি-১১৬৬৭ এবং ১১৪১২। মোট জমির পরিমাণ শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য একর। ওই জমির সিএস ও আরএস রেকর্ডে 'খাল' হিসেবে শ্রেণিকরণ থাকার কারণে এই বন্দোবস্ত বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


