সাপ্তাহিক পুঁজিবাজার সূচক ও লেনদেন দুটোই ঊর্ধ্বমুখী

দেশের শেয়ার বাজারে বিদায়ি সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। আলোচ্য সপ্তাহে অধিকাংশ কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। এতে মূল্যসূচক ও বাজার মূলধনে ইতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্লেষকরা বলেছেন, বর্তমানে অনেক কোম্পানির শেয়ারদর প্রকৃত মূল্যের চেয়ে অনেক নিচে নেমে এসেছে। সূচকও কমে ৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছিল। এ অবস্থায় গত সপ্তাহের শেষ তিন কার্যদিবসে বিনিয়োগকারীদের ক্রয়চাপ থাকায় সূচক বেড়েছে। সাপ্তাহিক লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা
যায়, ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত মোট ৪১২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৭৯টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৭টির। এতে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে ও শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে সামান্য বেড়ে ১ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে সূচকের পাশাপাশি গত সপ্তাহে লেনদেনও বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৬৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৩৮ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৯৭ লাখ টাকা বা ২৩ দশমিক শূন্য ২ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৬ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এ খাতটির ১০ দশমিক ৮ শতাংশ লেনদেন হয়েছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৪ কোটি টাকা বা ১ দশমিক ২৯ শতাংশ।
অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৯৭ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি টাকা।


