চার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত গ্রাহক পাবেন ২৫ কোটি টাকা

শেয়ার ও অর্থ আত্মসাৎকারী চার ব্রোকারেজ হাউসের পাওনাদার গ্রাহকদের ডিএসইর বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে ২৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গতকাল মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

যেসব ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ডিএসইর সুরক্ষা তহবিল থেকে অর্থ পাবেন, সেগুলো হলো ক্রেস্ট সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ এবং শাহ সগীর অ্যান্ড কোং। গত সাড়ে তিন বছরে এর মালিকরা গ্রাহকদের অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছেন। এসব ব্রোকারেজ হাউসের গ্রাহকদের মধ্যে যারা গত ১ অক্টোবরের মধ্যে পাওনা চেয়ে আবেদন করেন, কেবল তাদের এ অর্থ দেওয়ার কথা বলেছে বিএসইসি। অর্থ আত্মসাতের অভিযোগ বা আলামত পাওয়ার পর উল্লিখিত চার ব্রোকারেজ হাউসের ৫০ হাজারের অধিক গ্রাহক অ্যাকাউন্ট পরীক্ষা করে মোট ২১৬ কোটি ৭৫ লাখ টাকার নগদ জমা ঘাটতি পায় ডিএসই। এর বাইরে ঘাটতি থাকা শেয়ারের মোট মূল্য ছিল ১৩০ কোটি টাকা। তবে মোট ৮ হাজার ৬৮০ গ্রাহক ২০৭ কোটি ২৫ লাখ টাকা ফেরতের দাবি জানিয়ে ডিএসইতে আবেদন করে। এর মধ্যে ডিএসইর মাধ্যমে ১৬ কোটি টাকা পরিশোধ হয়েছে। তবে তামহা সিকিউরিটিজের কিছু প্রভাবশালী গ্রাহক ব্রোকারেজ হাউসটির মালিক ডা. হারুনুর রশীদের সঙ্গে ব্যক্তিগত সমঝোতার মাধ্যমে কিছু টাকা বুঝে নিয়েছেন বলে জানা গেছে।