এক মাস পর ৬০০ কোটি টাকা লেনদেন ডিএসইতে

এক মাস পর ঢাকার শেয়ারবাজারের লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবে বরাবরের মতো গুটিকয়েক শেয়ারের অবদানই এতে বেশি। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ৩৩২ কোম্পানির ৬১০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেন তালিকার শীর্ষ-২০ শেয়ারেই কেনাবেচা হয়েছে ৩৬০ কোটি টাকা, যা মোট লেনদেনের প্রায় ৫৯ শতাংশ।

 

শুধু গতকাল নয়, সাম্প্রতিক সময়ের লেনদেনের ধারাই এমন। গত বৃহস্পতিবারের ৪৫৬ কোটি টাকার লেনদেনে শীর্ষ-২০ শেয়ারের লেনদেন ছিল মোটের ৬৩ দশমিক ৯৫ শতাংশ। গত সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত এ হার ছিল যথাক্রমে ৬০ দশমিক ৫২ শতাংশ, ৫২ দশমিক ০৩ শতাংশ, ৫৯ দশমিক ৮৪ শতাংশ এবং ৬১ দশমিক ০৭ শতাংশ।

 

বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, হাতেগোনা কয়েকটি শেয়ারের বাইরে বিনিয়োগকারীদের পছন্দ করার মতো শেয়ার নেই। কারণ তালিকাভুক্ত ৩৯২ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের প্রায় ৬০ শতাংশ ফ্লোর প্রাইসে আছে এবং এসব শেয়ারের ক্রেতা নেই। ফলে ঘুরেফিরে কিছু শেয়ারই লেনদেনের শীর্ষে থাকছে। কিছুদিন পরপর এসব শেয়ারের দর বাড়ছে বা কমছে।

 

পর্যালোচনায় দেখা গেছে, গত এক সপ্তাহে লেনদেনের শীর্ষে অবস্থান করছে রুগ্‌ণ কোম্পানি ফু-ওয়াং ফুডস। এর পরে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার, এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট এবং জেমিনি সী ফুডস। এর আগের সপ্তাহ বা গত এক মাসে লেনদেনের শীর্ষে থাকা শেয়ারগুলোর তালিকায় এসব শেয়ারই দেখা যাচ্ছে।

 

গতকালও শুধু ডিএসইতে ফু-ওয়াং ফুডসের সাড়ে ৫৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের সোয়া ৯ শতাংশ। গত জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে শেয়ারটির দর বেড়ে দ্বিগুণ হয়, সর্বোচ্চ দর ওঠে ৪৬ টাকা ৯০ পয়সা। পরের এক মাসে শেয়ারদর আগের অবস্থানে  ফিরে আসে। দুই সপ্তাহ ধরে আবার দর বাড়ছে। এবার ২৫ টাকা থেকে যাত্রা  করে ৪২ টাকা ছাড়িয়েছে। লেনদেনের শীর্ষে থাকা বেশির ভাগ শেয়ারের এভাবে অস্বাভাবিক উত্থান-পতন হচ্ছে।

 

সার্বিক হিসাবে গতকাল ডিএসইতে ফ্লোর প্রাইসের ওপরে থাকা বেশির ভাগ কোম্পানির দর বেড়েছে। ১২২ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১৭৫টির দর। ক্রেতার অভাবে ৬০টির লেনদেন হয়নি। বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১১ পয়েন্ট ছাড়িয়েছে।