নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

এশিয়া কাপের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওই সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে টাইগাররা।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় ওই সিরিজের সূচি নিশ্চিত করেছে। বিশ্বকাপের পরে নভেম্বরে দুই ম্যাচের টেস্ট খেলতে আার বাংলাদেশে আসবে কিউইরা। জানানো হয়েছে, ওই ম্যাচের সূচিও।

এশিয়া কাপের ফাইনাল রাখা হয়েছে ১৭ সেপ্টেম্বর। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ওই দিনই বাংলাদেশে আসবে ব্ল্যাক ক্যাপসরা। ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩  ও ২৬ সেপ্টেম্বর রাখা হয়েছে।

তিন ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ তিনটি দিবা-রাত্রির অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।

বিশ্বকাপের পরে নভেম্বরে টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ২১ নভেম্বর তাদের ঢাকা আসার কথা। ২৩ সেপ্টেম্বর একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপসরা। এরপর ২৮ নভেম্বর সিরিজের প্রথম এবং ৬ ডিসেম্বর খেলবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ওই দুই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।