ডিজিটাল চুরি-লুটপাট করছে সরকার: নজরুল ইসলাম খান

ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে সরকার ডিজিটাল চুরি ও লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, মানুষ এখন বাঁচতে চায়, পরিবর্তন চায়। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এটি সম্ভব। এ লক্ষ্যেই এক দফার আন্দোলন করছি আমরা।

 

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

 

তিনি বলেন, পুলিশ এখন একটি দলের লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করে। বিচার বিভাগের অবস্থাও একই। বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার আসামি ছাড়া পেয়ে যায়। অথচ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরা দীর্ঘদিনেও মুক্তি পাচ্ছেন না।

 

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাব মহাসচিব ডা. আবদুস সালাম, বিএমএর সাবেক সভাপতি এ কে এম আজিজুল হক, সাবেক মহাসচিব ডা. গাজী আব্দুল হক, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী প্রমুখ।