ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার একটি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার দিনই তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। খবর ডনের।

ইমরানের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন আগামী ২ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছ। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসলামাবাদে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের নিয়মবিধি অমান্য করেছেন তিনি। পাশাপাশি আগের নোটিশ এবং জামিনযোগ্য পরোয়ানা সত্ত্বেও কমিশনের সামনে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন পিটিআই প্রধান।

 

পরোয়ানার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাঁর দল জানিয়েছে, লাহোরে জামান পার্কে ইমরানের একজন আইনজীবী তা গ্রহণ করেছেন। বিষয়টি জানার পর পরই ইউটিউবে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, কারাগারে যেতে প্রস্তুত।