সাত মাস পর ফ্লোর প্রাইস ছেড়েছে স্কয়ার ফার্মা

সাত মাসের বেশি সময় পর ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা ছাড়িয়েছে ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মার শেয়ার। শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বনামধন্য কোম্পানিটির শেয়ার গতকাল বৃহস্পতিবার ৬০ পয়সা বেড়ে সর্বশেষ ২১০ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। ২০২১-২২ হিসাব বছরে নগদ ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পরও স্কয়ার ফার্মার শেয়ারদর ফ্লোর প্রাইসে ছিল।

 

দরপতন ঠেকাতে গত বছরের ২৮ জুলাই তালিকাভুক্ত সব শেয়ারে দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। স্কয়ার ফার্মার ফ্লোর প্রাইস নির্ধারণ হয় ২০৯ টাকা ৮০ পয়সা। লেনদেনে সর্বনিম্ন এই দরসীমা কার্যকরের পর ২৩৩ কার্যদিবসের মধ্যে ১৯৯ দিনই ওই দরে শেয়ারটি কেনাবেচা হয়।

 

গতকাল ফ্লোর প্রাইস ছাড়ার আগে গত বছরের ২৭ নভেম্বর সামান্য বেশি দরে শেয়ারটি কেনাবেচা হয়েছিল। এরপর সর্বোচ্চ ২১৬ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয় গত বছরের ৪ আগস্ট। গতকাল দিনের লেনদেন শেষে ফ্লোর প্রাইসে কেনাবেচা হওয়া বা এ দরে পড়ে থাকা শেয়ার সংখ্যা ছিল ২০১।

 

ফ্লোর প্রাইস ছাড়ার প্রথম দিনে স্কয়ার ফার্মার ২৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। অথচ এ দরে আটকে যাওয়ার পর অনেক শেয়ারহোল্ডার এ শেয়ার বিক্রি করতে মরিয়া ছিলেন। এক মাস আগেও ফ্লোর প্রাইসে এ কোম্পানির প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রির আদেশের বিপরীতে প্রতিদিনই ক্রেতাশূন্য অবস্থা দেখা গেছে। গত দুই সপ্তাহে বিক্রির আদেশ ক্রমাগত কমছিল।

 

স্কয়ার ফার্মার ছাড়লেও এখনও ভালো শেয়ার হিসেবে বিবেচিত সিংহভাগ শেয়ার ফ্লোর প্রাইসে আটকে আছে। এর অন্যতম গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, রেনাটা। অবশ্য বার্জার পেইন্টস, বাটা শু এবং লাফার্জ-হোলসিম ফ্লোর প্রাইসের ওপরে কেনাবেচা হচ্ছে।

 

স্কয়ার ফার্মাসহ গতকাল ডিএসইতে মোট ৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ফ্লোর প্রাইস ছেড়েছে। এগুলো হলো স্ট্যান্ডার্ড ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিবিএস, এক্‌মি ল্যাব, আলিফ ম্যানুফ্যাকচারিং, রহিম টেক্সটাইল, সাফকো স্পিনিং ও গোল্ডেন হারভেস্ট। বিপরীতে ফিনিক্স ইন্স্যুরেন্স ও আর্গন ডেনিম ফের ফ্লোর প্রাইসে নেমেছে। এ ছাড়া মিউচুয়াল ফান্ডের মধ্যে এনসিসি ব্যাংক প্রথম ফ্লোর প্রাইস থেকে বের হয়েছে। আর নেমেছে রিলায়েন্স প্রথম।