রাজনৈতিক সংকট ঘনীভূত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিপরীত মেরুতে প্রধান দুই রাজনৈতিক দল। সংবিধান মেনে নির্বাচন করতে ‘অনমনীয়’ ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ‘অনড়’ বিএনপি। সভা-সমাবেশে বাগ্যুদ্ধ চললেও আপাতত সংলাপের সম্ভাবনা ক্ষীণ। ছাড় দিতে নারাজ দু’পক্ষই। এ পটভূমিতে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। এ থেকে উত্তরণে উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে সংলাপের মাধ্যমেই সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, অন্যথায় যে কোনো উদ্ভূত পরিস্থিতির ‘দায়’ নিতে হবে রাজনীতিবিদদের।
এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর নানা কৌশলে ‘চাপ’ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ঘোলাটে হচ্ছে রাজনৈতিক অঙ্গন।
জাতীয় নির্বাচনের আর বাকি কয়েক মাস। ঈদুল আজহার আগে-পিছে চলছে বিএনপির আন্দোলনে বিরতি। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত আন্দোলনে নামার ছক কষছে দলটি; নিচ্ছে প্রস্তুতি। সরকারি দলের সংলাপের ‘ইঙ্গিত’ প্রত্যাখ্যান করে রাজপথেই ফয়সালার হুমকি দিচ্ছে তারা। পাল্টা রাজপথেই মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে মাঠে থাকছে ক্ষমতাসীন দল। মধ্য জুলাইয়ে সরকার পতনের ‘এক দফা আন্দোলনের রূপরেখা’র ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। আবার সেপ্টেম্বর থেকে সর্বাত্মক মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগও। হুমকির জবাবে পাল্টা হুমকি দিচ্ছেন দুই দলের শীর্ষ নেতারা।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমকালকে বলেন, রাজনীতির একটা গতি আছে। সেই গতিই আমাদের নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে। এখন আমরা দেখছি পারস্পরিক বিরোধিতা, দোষারোপ আর অপপ্রচার। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই এটি কমবে। আমরা দেখছি, বিদেশি সহযোগীরা নানাভাবে অনানুষ্ঠানিক সংলাপ চালিয়ে যাচ্ছেন। এর একটা সামগ্রিক ফল আমরা দেখতে পারব। পারস্পরিক আস্থার সংকট কাটলে রাজনৈতিক সংকটও কাটবে বলে তিনি মনে করেন।
রাজনৈতিক বিশ্লেষক ড. শাহ্দীন মালিক সমকালকে বলেন, আমাদের মতো স্বল্পোন্নত দেশে এ ধরনের রাজনৈতিক সংকটে সংলাপে বসার মানে নিজেদের পরাজয় মেনে নেওয়া। বহু দেশে এ ধরনের রাজনৈতিক অবস্থা বিরাজমান। সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় না। আমাদের দেশে সংলাপ বা প্রস্তাব আসতে পারে, তবে সংকট নিরসনের সম্ভাবনা কম।
আন্তর্জাতিক সম্প্রদায়েও দুই ভাগ
এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও দুই ভাগে বিভক্ত। একদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ‘চাপ’ দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা দেশগুলো। অন্যদিকে রাশিয়া ও চীন বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করছে। তবু একের পর এক যুক্তরাষ্ট্র এবং ইইউ প্রতিনিধি দল ও মিশন ঢাকা সফরে আসছে। পাশাপাশি ঢাকার বিদেশি মিশনগুলোও প্রকাশ্যে ও আড়ালে নানা তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের এতটা চাপ নিকট-অতীতে আর কোনো সরকারের ওপর আসেনি। তবে ক্ষমতাসীনদের ওপর এই চাপে কিছুটা আশাবাদী হয়ে উঠছে বিরোধী দল।
আজ শনিবার ঢাকা আসছে ইইউর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত যাচাই করবে ছয় সদস্যের প্রতিনিধি দলটি। তাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারের ওপর চাপও থাকবে।
একই সঙ্গে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সফরে আসছে। সফরকালে আগামী নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা হবে, তা জানতে চাইবে প্রতিনিধি দলটি। আবার সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির আওতায় পড়ার চাপও রয়েছে ক্ষমতাসীন দল ও প্রশাসনের ওপর। যুক্তরাষ্ট্রের এই চাপকে সহজভাবে নিচ্ছে না আওয়ামী লীগ। তাদের ক্ষমতা থেকে সরানোর ‘ষড়যন্ত্র’ বলে মনে করছে দলটি।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, দেশি-বিদেশি সব ধরনের চাপ রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের মাধ্যমেই মোকাবিলা করবে দলটি। ইতোমধ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রকাশ্যে ও গোপনে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বে আরও অনেক শক্তিধর দেশ রয়েছে। আওয়ামী লীগ সেসব দেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন করবে।
সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে যেসব শক্তিধর দেশ রয়েছে, ইতোমধ্যে সেসব দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু রাজনীতিকের ভূমিকাকে নব্য উপনিবেশবাদ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ বলে মনে করে মস্কো। রাশিয়ার এই বার্তায় যুক্তরাষ্ট্র এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। পাশাপাশি শক্তিশালী প্রতিবেশী ভারতকেও কাজে লাগানোর চেষ্টা করছে বলে গুঞ্জন রয়েছে।
বিএনপি সূত্র জানায়, নিজেদের দাবির প্রতি সমর্থন আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তারা যোগাযোগ বাড়িয়েছে। দলটির আন্তর্জাতিক উইংয়ের নেতাদের পাশাপাশি সিনিয়র নেতারাও নতুন করে যুক্তরাষ্ট্র, ইইউ, জাতিসংঘসহ অন্যান্য দাতা সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে দলটির নেতারা বেশ উজ্জীবিত। তারা মনে করছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নতুন ভিসা নীতিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আগের অবস্থান বদলাতে বাধ্য হবে। একই সঙ্গে পশ্চিমা দেশ, দাতা সংস্থাগুলোর ঢাকার দূতাবাস ও কার্যালয়ে বিতর্কিত আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নামের তালিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত দিনে আন্দোলনের সময় গুমের শিকার নেতাদের নামের তালিকাও তাঁরা মানবাধিকার সংস্থাগুলোকে দিচ্ছেন।
চূড়ান্ত আন্দোলনে নামার প্রস্তুতি বিএনপির
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ওপর বিদেশিদের চাপের বিষয়টি বিএনপি ইতিবাচক হিসেবে দেখলেও দাবি আদায়ে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন দলটির নেতারা। এ প্রেক্ষাপটে পশ্চিমা দেশ ও সংস্থাগুলোর সমর্থন আদায়ের পাশাপাশি সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো। ঈদের পর থেকে সমমনা দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে তারা। বৈঠকে আন্দোলনের যৌথ রূপরেখা ও এক দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা। আগামী সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
বিএনপি নেতারা জানান, এবার সরকার পতনের এক দফা আন্দোলন সফল করা ছাড়া বিকল্প নেই। তারা যে কোনো মূল্যে সরকারকে দাবি মেনে নেওয়া ছাড়া নির্বাচন করতে দেবেন না। জনগণকে সম্পৃক্ত করে গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে আন্দোলন তুঙ্গে তুলতে চায় দলটি। তবে এবার প্রশাসন বা আওয়ামী লীগ নেতাকর্মী বাধা দিলে বিএনপি পিছু হটবে না। ‘বাধা দিলে বাধবে লড়াই’– এমন কঠোর সিদ্ধান্ত নিয়েই মাঠে নামবেন তারা। এরই মধ্যে প্রতিটি মিছিলে লাঠির মাথায় পতাকা ও ফেস্টুন নিয়ে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে একদিকে প্রচারণা হবে, অন্যদিকে আঘাত এলে পাল্টা আঘাত করার হাতিয়ার হিসেবে ব্যবহারের নির্দেশনা রয়েছে বলে জানান নেতারা।
এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, শেষ দুটি জাতীয় নির্বাচনসহ সব স্থানীয় সরকার নির্বাচনেই ভোটাধিকার হারিয়েছে দেশের জনগণ। বিষয়টি দেশি-বিদেশি সবার কাছেই স্পষ্ট। সরকার আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। তবে তা আর সম্ভব হবে না। দেশের মানুষকে অনেক ধোঁকা দেওয়া হয়েছে; এবার জনগণের চোখ খুলে গেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছাড়ার ব্যাপারে সংলাপ হতে পারে। এ ছাড়া সংকট উত্তরণের আর কোনো পথ খোলা নেই। একই সঙ্গে তিনি বলেন, আমরা সমমনাদের সঙ্গে আলোচনা করছি। শিগগির এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।
রাজপথে ছাড় দেবে না আওয়ামী লীগ
ক্ষমতাসীন দলের সূত্র আরও জানায়, আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই আজকের জায়গায় এসেছে। কাজেই আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপিকে রাজপথে মোকাবিলা করার সব কৌশল নিয়েছে দলটি। মাঠ নিজেদের অনুকূলে রাখতে কৌশলী ভূমিকা নিতে যাচ্ছে তারা। বিএনপির প্রতিটি কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ শান্তি সমাবেশের মাধ্যমে মাঠে থাকবে। তবে আগামী সেপ্টেম্বরে সর্বাত্মক মাঠে নামবে দলটি। এ লক্ষ্যে দফায় দফায় প্রস্তুতি সভাও করছেন নেতারা। বিএনপিকে কোনোভাবেই রাজপথ দখলে নিতে দেবেন না তারা।
এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, বিএনপি ২০০৮ সালের নির্বাচনের পর থেকে বারবার হুমকি দিয়েছে। ২০১৪ সালের নির্বাচন বানচালের চেষ্টা করেছে। অগ্নিসন্ত্রাস করেছে, গাড়ি পুড়িয়েছে; পুলিশের ওপর হামলা চালিয়েছে। সব আন্দোলনই তাদের ব্যর্থ। এবারও তারা যত ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করুক, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব। নির্বাচিত সরকারের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো ষড়যন্ত্র ও সন্ত্রাস মোকাবিলা করতে যথেষ্ট সক্ষম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোভাবে রাজনীতিকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। আমার দৃঢ় বিশ্বাস, বিএনপি আন্দোলনের মাঠে সফল হবে না। এবারও তারা ব্যর্থ হবে। তবু তাদের সিদ্ধান্ত নিতে হবে– তারা নির্বাচনে আসবে, নাকি তাদের অস্তিত্ব বিলীনের পথে যাবে।


