কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতারা

কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির নেতারা। মঙ্গলবার পবিরারের সদস্যদের খোঁজ নিতে তাদের বাসায় যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
কারাবন্দি নেতারা হলেন- ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আরশাদ সাহেদ, সদ্য কারামুক্ত ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, কারাবন্দী বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন ও ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নাজিমুদ্দিন আহমেদ।
এ সময় মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘সরকারের সময় শেষ হয়ে আসছে। তাই তারা গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না। রাতে নেতাকর্মীদের আটক করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মৃত্যুর আগে সবাই একটু ঝাঁকুনি দেয়। আওয়ামী লীগও বুঝতে পারছে তাদের রাজনৈতিক মৃত্যু সন্নিকটে। তাই জুলুম অত্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। কিন্তু লাভ নেই। জনতার উত্তাল আন্দোলনে এবার তাদের বিদায় নিতেই হবে।’
এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য আরিফুর রহমান নাদিম বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজু, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মামুন, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডালিম হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজ, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রোলেক্স পারভেজ, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


