স্টক লভ্যাংশের অনুমতি পেলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

২০২২ সালের ২৫ এপ্রিল আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। কিন্তু নিয়ম অনুযায়ী, স্টক লভ্যাংশ প্রদাণের আগে বিএসইসি সম্মতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

 

ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিতে সম্মতি দেয় কমিশন। ফলে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার বোনাস ইস্যু করতে পারবে ব্যাংকটি। লভ্যাংশ অনুমোদনের জন্য রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ২১ মে। আর ২০ জুন অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)।