ভাড়া করা বিমানে আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

সাকিব-লিটনকে ছাড়াই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন মুস্তাফিজুর রহমান। শনিবার সকাল ৮টায় ভাড়া করা বিমানে ভারতের উদ্দেশে রওনা দেন এই বাঁহাতি পেসার। ভারতে পৌঁছেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দেবেন তিনি।

 

আজ রাতে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ছাড়া দিল্লি দলে বিদেশি পেসার আছেন আরও দুজন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিডি। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের কারণে দুজনই এখন প্রোটিয়া দলের সঙ্গে রয়েছেন। তাই লখনৌর বিপক্ষে টাইগার পেসারের খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। হয়তো সে কারণেই তড়িঘড়ি করে কাটার মাস্টারকে উড়িয়ে নিয়েছে দিল্লি।

 

বিমানের ভেতর নিজের একটি ছবি সকালে সামাজিক মাধ্যমে দিয়ে মুস্তাফিজ লিখেন, 'আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে তর সইছে না।'

 

গত মৌসুমে দিল্লির হয়ে ৮ ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। তাতে ৭.৬৩ ইকোনমিতে তিনি নেন ৮ উইকেট। যদিও দেশের হয়ে ততটা ফর্মে নেই কাটার মাস্টার। এ বছর ৯ ম্যাচ খেলে তিনি নিতে পেরেছেন কেবল ৪ উইকেট।

 

এদিকে সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনও অনিশ্চিত। আজ কেকেআরেরও প্রথম ম্যাচ। বিকেলে মোহালিতে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। সাকিব-লিটনকে এখনও ছাড়পত্র না দেওয়ায় যেতে পারছে না তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই যেতে হবে দেশের টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়ককে। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার।