তুরস্ককে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র

কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তি নবায়ণে ভূমিকা রাখায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 

হোয়াইট হাউস এক বিবৃতিতে সোমবার তুরস্কের প্রতি এ কৃতজ্ঞতা জানায়। এতে বলা হয়, এখন আমাদের লক্ষ্য থাকবে দ্রুত কৃষ্ণসাগর করিডোর দিয়ে শস্যভরা জাহাজগুলো গন্তব্যে পাঠানো। খবর আনাদোলুর।

 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, গত রোববার ইউক্রেনের বন্দর থেকে শস্যবোঝাই করে দুটি জাহাজ দরিদ্র দুটি দেশের উদ্দেশ্যে রওয়ানা করেছে।

 

কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে রাশিয়া। শনিবার এ ঘোষণা দিয়েছেন এ চুক্তির মধ্যস্থতাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

 

এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে আরও চার মাস বাড়ানোর প্রস্তাব করে রাশিয়ার কাছে।

 

১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়।

 

 এর পর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ৬০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ।