টানা চার জয়ের পর রেনে ধরাশায়ী পিএসজি

লিগ ওয়ানে টানা চার জয়ের পর ফের হারের মুখ দেখলো হারল ক্রিস্তফ গালতিয়ের দল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রেনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে প্যারিস জায়ান্টরা। এদিকে ঘরের মাঠে পিএসজি এমন হার দেখেছে ৭৫১দিন পর। মেসিদের সর্বশেষ হারটি ছিল ২০২১ সালের এপ্রিলে। মেসি যোগ দেওয়ার পর ঘরের মাঠে প্রথম হারও এটি। সর্বশেষ জানুয়ারিতে অ্যাওয়ে ম্যাচেও রেনের কাছে হেরেছিলো দলটি।

 

শুরুতে বেশ কিছু সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। একটি গোল অফসাইডে বাতিল হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রক্ষণ ভাঙতে পারেননি প্রতিপক্ষের। শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা রেনকে বিরতির আগ মুহূর্তে লিড গোল এনে দেন একামবি।

 

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

 

দ্বিতীয়ার্ধ শুরু হতেই দ্বিতীয় গোল হজম করে চ্যাম্পিয়নরা। ফরাসি ফরোয়ার্ড কালিমেন্দুর গোলে পিছিয়ে পড়েন মেসিরা। দুই গোলে পিছিয়ে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকেন মেসি-এমবাপ্পেরা। কিন্তু রেনের রক্ষণ ভাঙতে পারেনি চ্যাম্পিয়নরা।

 

ম্যাচ হারলেও লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি এখনো বড় ব্যবধানে এগিয়ে । ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস। ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রেন।