আইপিএলের জন্য এখনও এনওসি চাননি সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ শুরু হবে ১৮ মার্চ থেকে। প্রায় একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থাকায় সাকিব আল হাসানের পুরো সিরিজ খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে দেশসেরা অলরাউন্ডার এখনো বিসিবির কাছে এনওসি (অনাপত্তিপত্র) চাননি। তাই হোম সিরিজের হোম সিরিজের সবকটি ম্যাচে থাকবেন বলে নিশ্চিত করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি বলেন, 'সাকিব এখন পর্যন্ত অ্যাভেইলেবল। আমাদের কাছে এনওসি চায়নি। বোর্ডে এখন পর্যন্ত বিষয়টি আসেনি। সাকিব এনওসি চাইলে তখন বলতে পারব। ও তো চায়নি এখনও, জোর করে চাওয়াবো?'

 

যদিও এর আগে বিসিবি সভাপতি সাকিবকে এনওসি দেওয়া হবে কিনা এমন প্রশ্নে বলেছিলেন, 'কোনোভাবেই দেওয়া হবে না।'

 

এবার শুধু সাকিবই নয়, আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন দাস আর মুস্তাফিজুর রহমানও। তাই সাকিবকে এনওসি দিলে দিতে হবে লিটন-মুস্তাফিজকেও। এক প্রশ্নের জবাবে পাপন বলেন, 'এখনও অনেক দেরি আছে। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলবো! আগে কথাটা হোক। ওরা (সাকিব, লিটন ও মুস্তাফিজ) আসুক এটা নিয়ে। শুনি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদের বলেছি।'

 

পাপন বলেন, 'আমাদের এমন (ছাড়পত্র দেওয়ার) কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেওয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা এরই মধ্যে ওদের জানিয়ে দিয়েছি।'