সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: গণতন্ত্র মঞ্চ

বিরোধী দলের নেতাকর্মীর ওপর হামলা-মামলা, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

 

তাঁরা বলেছেন, এভাবে সরকার তার মাফিয়াতন্ত্র চালিয়ে যেতে পারবে না।  অবিলম্বে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এদের পদত্যাগে বাধ্য করা হবে।

 

শনিবার এক বিবৃতিতে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।

 

নেতারা বলেন, বর্তমানে লুটপাট ও দুর্নীতিতে মশগুল সরকারকে টিকিয়ে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর লাগাতার হামলা-নির্যাতন, গণরুম-গেস্টরুমে নির্যাতন করছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ। এ অবস্থা থেকে মুক্তি পেতে এই সরকারের পদত্যাগ এবং শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে সর্বস্তরের জনগণকে অংশ নিতে হবে।