পাগলা মসজিদের ইতিবৃত্ত

উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে। শোলাকিয়ার পরিচিতি ও সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে পড়ার মধ্যদিয়ে কিশোরগঞ্জ মুসলিম সম্প্রদায়ের অন্যতম একটি পীঠস্থানে পরিণত হয়েছে। আরেকটি ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জের পরিচিতি ও খ্যাতির পালকে যুক্ত করেছে নতুন পালক। সেটি হচ্ছে, পাগলা মসজিদ। প্রায়

৪ একর জায়গার উপর প্রতিষ্ঠিত মসজিদটি দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ মসজিদটিতে দান করে থাকেন। তাদের দানে মসজিদটির দানসিন্দুক যেন হয়ে উঠে টাকার খনি; প্রতিবার খুললেই মেলে কয়েক কোটি টাকা। এ ছাড়া পাওয়া যায় বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। কথিত রয়েছে যে, এ মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়। মুশকিল আসানসহ মিলে রোগ-ব্যাধি থেকে মুক্তি।

এই বিশ্বাস থেকে স্থানীয়রা ছাড়াও দূর-দূরান্তের মানুষও পাগলা মসজিদে দান করতে ছুটে যান। তাদের বিপুল দানে মাত্র ৩ মাসেই পূর্ণ হয়ে যায় মসজিদের ৮টি দানসিন্দুকের সবকটি। দান করতে এসে অনেকেই এখানে নামাজ আদায় করেন। বিশেষ করে জুমার দিনে মসজিদটিতে মুসল্লিদের ঢল নামে। এ সময় মূল মসজিদ ছাড়িয়ে সামনের ও আশপাশের খোলা জায়গা, সেতু ও সড়কেও নামাজের জন্য দাঁড়িয়ে যান মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধনী-গরিব নির্বিশেষে। সবার উদ্দেশ্য একটাইÑ যেন কোনো অবস্থাতেই হাতছাড়া হয়ে না যায় মহান আল্লাহর অনুকম্পা লাভের সুযোগ। পাগলা মসজিদকে ঘিরে মানুষের এমন আবেগ-ভালোবাসা ছুঁয়ে যায় সকলের হৃদয়।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে পাগলা মসজিদ প্রতিষ্ঠিত। তবে মসজিদটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদ প্রতিষ্ঠার ব্যাপারে বেশকিছু জনশ্রুতি প্রচলিত আছে। এর মধ্যে একটি জনশ্রুতি হচ্ছে, একবার নরসুন্দার প্রবল জলস্রোতে মাদুর পেতে এক আধ্যাত্মিক পুরুষ ভেসে আসেন। তার আসন ছিল নদীর ঠিক মধ্যবর্তী স্থানে। বর্তমান মসজিদের কাছে এসে ওই আধ্যাত্মিক পুরুষ স্থিত হন। এভাবেই কয়েকদিন কেটে যায়। তারপর ধীরে ধীরে নদীর সে স্থানটিতে জেগে উঠে চরাভূমি। সাধক তখনো ধ্যানমগ্ন। জেলেরা মাছ ধরতে এসে এ অলৌকিক দৃশ্য দেখতে পায়। সবাই বিস্মিত এবং হতবাক। কেউ কাছে এগিয়ে আসার সাহস করে না। এরই মধ্যে মসজিদের বিপরীত দিকে অবস্থিত রাখুয়াইল গ্রামের এক গোয়ালা হঠাৎ লক্ষ্য করলো, তার পালিত সদ্যপ্রসূত গাভীর ওলানে কোনো দুধ আসছে না। অনেক চেষ্টা করেও সে একফোঁটা দুধও পেলো না।

এরই মধ্যে একদিন গাভীটি পাল থেকে বেরিয়ে নদী সাঁতরে সেই আধ্যাত্মিক সাধকের চরায় উঠে আসে। সাধকের পাশে রক্ষিত একটি পাত্রে ওলানের সম্পূর্ণ দুধ ঢেলে দিয়ে গাভীটি আবার নদী সাঁতরিয়ে ফিরে আসে পালে। এ রকম পরপর কয়েকদিন ঘটলো। সব দেখে গোয়ালা নিশ্চিত হলো যে, এ সাধক এক কামেল পুরুষ। তাই গোয়ালা সেই সাধক পুরুষের শিষ্যত্ব গ্রহণ করলো। কিছুদিনের মধ্যেই গোয়ালার সংসারে অভাবনীয় উন্নতি হতে থাকে। গোয়ালার উন্নতি দেখে আশপাশের জেলে-তাঁতী থেকে শুরু করে অনেকেই সাধকের শিষ্যত্ব গ্রহণ করে। পরে শিষ্যদের মাধ্যমেই এ স্থানে গড়ে উঠে একটি হুজরাখানা। সাধকের মৃত্যুর পর হুজরার পাশেই তাকে সমাহিত করা হয়। পরবর্তী সময়ে হুজরাখানার পাশেই নির্মিত হয় একটি মসজিদ; যা পরে পাগলা সাধকের নামানুসারে পাগলা মসজিদ হিসেবে খ্যাতি লাভ করে। এ ব্যাপারে আরেকটি জনশ্রুতি হচ্ছে, ঈশা খাঁর ৫ম পুরুষ হয়বৎনগর এলাকার জমিদার দেওয়ান হৈবৎ খাঁর অধঃস্তন পুরুষ জোলকরন খানের স্ত্রী স্বপ্নাদিষ্ট হয়ে এই মসজিদটি স্থাপন করেন। জমিদার-জায়া আধ্যাত্ম সাধনায় ব্রতী থাকতেন এবং নিঃসন্তান ছিলেন। জনসাধারণের কাছে পাগলাবিবি নামে তিনি পরিচিত ছিলেন বলে তার প্রতিষ্ঠিত মসজিদটির নাম হয় পাগলা মসজিদ। এ ছাড়া এ ব্যাপারে সবচেয়ে প্রচলিত জনশ্রুতিটি হচ্ছে, দেওয়ান হৈবৎ খাঁর ধারাবাহিকতায় ঈশা খাঁর ৭ম পুরুষ দেওয়ান জিলকদর খাঁ সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে হয়বতনগরের জমিদার হয়েছিলেন। বংশ-তালিকার ধারাক্রমে জিলকদর খাঁ দেওয়ান হৈবৎ খাঁর পৌত্র বা দৌহিত্র ছিলেন বলে ধারণা করা হয়। জমিদারিপ্রাপ্ত হলেও দেওয়ান জিলকদর খাঁর জমিদারির প্রতি কোনোরূপ মোহ ছিল না। তিনি জাগতিক সুখ-স্বাচ্ছন্দ্যের বাইরে অনেকটা আধ্যাত্মিক সাধনায় ব্রতী থাকতেন। সংসার-বিবাগী ও উদাসী প্রকৃতির এই মানুষটি সবার কাছে পাগলা সাহেব নামে পরিচিত ছিলেন। জমিদারির নৈমিত্তিক দায়িত্বের প্রতি তার কোনো মনোযোগ ছিল না। প্রায়শই তিনি আজকের পাগলা মসজিদ যেখানে স্থাপিত, সেখানে এসে ধ্যানমগ্ন ঋষির মতো বসে থাকতেন। নরসুন্দাপাড়ের এই স্থানটিকেই তিনি বেছে নিয়েছিলেন তার প্রাত্যহিক ধ্যানের স্থান হিসেবে। পরে জমিদারবাড়ির তত্ত্বাবধানে পাগলা সাহেবের আরাধনার জন্য এই স্থানটিতে একটি ক্ষুদ্র মসজিদ তৈরি করে দেয়া হয়। এ কারণেই পরবর্তী সময়ে মসজিদটির নামকরণ করা হয়- পাগলা মসজিদ

শুরুতে মাত্র ১০ শতাংশ ভূমির উপর পাগলা মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এ মসজিদের পরিধি যেমন বেড়েছে তেমনি বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্যও। বর্তমানে ৩.৮৮ একর ভূমির উপর সম্প্রসারিত পাগলা মসজিদ এলাকায় মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পাগলা মসজিদে মুসল্লিদের ব্যাপক সমাগমকে ঘিরে পুরাতন অবকাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, পাগলা মসজিদ মানুষের একটি আবেগের জায়গা। অনেক মানুষ এখানে তাদের ইচ্ছা পূরণের জন্য দান করেন। মসজিদটিতে বর্তমানে মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না। দানের টাকায় এখানে ৬ তলাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হবে। এতে আনুমানিক ১২০ থেকে ১২৫ কোটি টাকা ব্যয় হবে। এ লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলেছে।

পাগলা মসজিদে মানুষ টাকাপয়সা, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল, হাঁস-মুরগি, ফল-ফলাদি, কোরআন শরিফ ইত্যাদি দান করেন। এর মধ্যে টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার মসজিদের দানসিন্দুকগুলোতে জমা পড়ে। অন্যদিকে গরু-ছাগল, হাঁস-মুরগি, ফল-ফলাদি, কোরআন শরিফ ইত্যাদি নিলামঘরে জমা দিতে হয়। পাগলা মসজিদের মালামাল সংরক্ষক মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, প্রতিদিন অসংখ্য মানুষ দানসিন্দুকে নগদ টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার দান করা ছাড়াও মসজিদের নিলামঘরে নানা ধরনের জিনিসপত্র দান করেন। অনেকের মানত থাকে, তারা সেসব দিয়ে যান। এসবের মধ্যে রয়েছে গরু-ছাগল, হাঁস-মুরগি, ফল-ফলাদি, কোরআন শরিফ ইত্যাদি। নিলামঘরে প্রতিদিন এসব নিলামে বিক্রি করে দেয়া হয়। এ নিলাম থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা আসে। এ ছাড়া শুক্রবার নিলাম থেকে ২ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা আসে। এসব টাকা ব্যাংকে জমা করা হয়।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দীন ভূঞা জানান, দানের টাকা ব্যাংকে জমা করা হয়। এ ছাড়া স্বর্ণালঙ্কার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিলামে বিক্রি করা হয়। সর্বশেষ ২০২০ সালের ১১ই মার্চ পাগলা মসজিদের দানসিন্দুকে দান হিসেবে পাওয়া স্বর্ণালঙ্কার ও রুপা এক কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছিল। তখনকার নিলামে প্রায় ৩ বছর ধরে দানসিন্দুকে জমা হওয়া ৪২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৮ ভরি রুপা এই টাকায় বিক্রি করা হয়। নিলামে পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া অলঙ্কারগুলোকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে ২১ ভরি ওজনের ২১ ও ২২ ক্যারেট মানের বিদেশি স্বর্ণ প্রতি ভরি ৩৯ হাজার চারশ টাকা, ৩১ ভরি দেশি স্বর্ণ প্রতি ভরি ৩৬ হাজার তিনশ টাকা, দেশি স্বর্ণের তৈরি ১৩১ ভরি ওজনের চাঁদ ও তারকা প্রতি ভরি ৪০ হাজার ৫শ টাকা এবং ২৩৭ ভরি ১০ আনা ওজনের নাকফুল প্রতি ভরি ১৭ হাজার ৬শ টাকায় বিক্রি হয়। এ ছাড়া ১৮৮ ভরি রুপার অলঙ্কার প্রতি ভরি ৪শ টাকা করে বিক্রি করা হয়। এ ছাড়া তখন পাগলা মসজিদের দানসিন্দুকে দান হিসেবে পাওয়া বৈদেশিক মুদ্রাগুলো বিক্রি করে ৭০ লাখ টাকা পাওয়া গিয়েছিল। দানসিন্দুকে পাওয়া টাকা রূপালী ব্যাংকে জমা করা হয়। এ ছাড়া স্বর্ণালঙ্কার কালেক্টরেটের ট্রেজারিতে রাখা হয়। প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দীন ভূঞা আরও জানান, পরবর্তী সময় থেকে এ পর্যন্ত জমা হওয়া স্বর্ণালঙ্কারগুলো সম্ভবত আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে নিলামে বিক্রি করা হবে।

পাগলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান জানান, পাগলা মসজিদকে নিয়ে মানুষের মধ্যে শ্রদ্ধা ও বিশ্বাস একেবারেই অন্যরকম এক ব্যাপার। সব ধর্মের মানুষ এ মসজিদে দান করেন। তাদের বিশ্বাস, এখানে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। অনেকে তাদের আশা পূরণ হয়েছে বলেও জানান। যে কারণে কেবল কিশোরগঞ্জের মানুষ নয়, দেশ-বিদেশের মানুষ এখানে শ্রদ্ধাভরে দান করেন। অন্য ধর্মের মানুষজন অনেকে রাতের বেলা মসজিদে এসে দান করে যান। তবে মসজিদের দান হিসেবে এখানে টাকাপয়সা কারও হাতে নেয়া হয় না, নির্দিষ্ট দানসিন্দুকগুলোতেই দিতে হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত শতকের পঞ্চাশের দশকে পাকিস্তান সৃষ্টির পর পাগলা মসজিদটি ওয়াক্ফ প্রশাসনের আওতায় নিবন্ধিত হয়। এ সময় মোতাওয়াল্লির দায়িত্ব পান হয়বতনগর জমিদারবাড়ির দেওয়ান ছাত্তারদাদ খাঁ ওরফে সায়রা মিয়া। ১৯৭৯ সালে মসজিদটির নিয়ন্ত্রণ কিশোরগঞ্জ মহকুমা প্রশাসন গ্রহণ করে। তখন থেকেই মহকুমা প্রশাসক পদাধিকার বলে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ১৯৮৪ সালে কিশোরগঞ্জ জেলা হওয়ার পর থেকে জেলা প্রশাসক মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জেলা প্রশাসকের নেতৃত্বে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়াক্ফ স্টেটের অডিটর দ্বারা প্রতি বছর পাগলা মসজিদের আয়-ব্যয়ের অডিট করা হয়।

ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ জানান, পাগলা মসজিদের ৮টি দানসিন্দুক রয়েছে। সাধারণত ৩ মাস পর পর এসব দানসিন্দুক খোলা হয়। দানসিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় টাকা গননার কাজ। টাকা গননায় মসজিদ মাদ্রাসার ছাত্র, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দানের টাকা ব্যাংকে জমা করা হয়। এ ছাড়া ব্যাংকে জমা রাখা টাকার মুনাফা থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও অসহায় মানুষদের সহায়তাসহ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

পৌর মেয়র মাহমুদ পারভেজ আরও জানান, দিন যত যাচ্ছে, পাগলা মসজিদে মানুষের দানের পরিমাণ তত বাড়ছে। সর্বশেষ গত ৭ই জানুয়ারি দানসিন্দুকের টাকা গননা করে এ যাবৎকালের সর্বোচ্চ ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা পাওয়া গেছে। এর আগে গত ২০২২ সালে ১৩ই মার্চ পাওয়া যায় ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা, ৩রা জুলাই পাওয়া যায় ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা ও ২রা অক্টোবর পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। এ ছাড়া আগের বছর ২০২১ সালে ২৩শে জানুয়ারি পাওয়া গিয়েছিল ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা, ১৯শে জুন পাওয়া গিয়েছিল ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৪৯৪ টাকা ও ৬ই নভেম্বর পাওয়া গিয়েছিল ৩ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫৮৫ টাকা।

উজান-ভাটির এই জেলাজুড়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক মসজিদ। রয়েছে মসজিদ স্থাপত্যের সোনালী ঐতিহ্য। তবে পাগলা মসজিদ বর্তমানে দেশ-বিদেশে কিশোরগঞ্জের পরিচিতি স্মারক হয়ে দাঁড়িয়েছে। দিন যত যাচ্ছে পাগলা মসজিদের খ্যাতি ও জৌলুস ততই যেন বাড়ছে। স্বভাবতই ঐতিহাসিক এই মসজিদকে নিয়ে জেলার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলেই গর্ববোধ করেন।