১২ শিল্পোদ্যোক্তার জীবনসংগ্রাম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন

দেশের বিশিষ্ট ১২ শিল্পোদ্যোক্তার জীবনসংগ্রাম নিয়ে রচিত পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মো. সবুর খানের লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়।

দেশের শীর্ষস্থানীয় ১২ গ্রুপ অব কোম্পানির স্বপ্নদ্রষ্টার জীবনসংগ্রাম ও সফলতার গল্প আলাদাভাবে উঠে আসে বইটির পাতায় পাতায়। এ তালিকায় রয়েছেন- প্রাণ-আরএফএল গ্রুপের মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী, এ কে খান গ্রুপের এ কে খান, রহিমআফরোজ গ্রুপের এ সি আবদুর রহিম, স্কয়ার গ্রুপের স্যামসন এইচ চৌধুরী, আকিজ গ্রুপের শেখ আকিজ উদ্দিন, দেশ গ্রুপের মোহাম্মদ নুরুল কাদের, আবদুল মোনেম গ্রুপের আবদুল মোনেম, এসিআই লিমিটেডের আনিস উদ দৌলা, আনোয়ার গ্রুপের আনোয়ার হোসেন, এপেক্স গ্রুপের সৈয়দ মঞ্জুর এলাহী ও ট্রান্সকম গ্রুপের লতিফুর রহমান

এ ১১ উদ্যোক্তা ছাড়াও পুরোনো ব্যবসায়িক পরিবার হিসেবে ইস্পাহানি গ্রুপের বিষয়ে বইয়ে তুলে ধরা হয়েছে। এসব উদ্যোক্তা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে ১২টি প্রামাণ্যচিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, যেসব উদ্যোক্তা নিয়ে আজ আলোচনা হচ্ছে, তাদের জীবনও অনেক সংগ্রামমুখর। বড় স্বপ্ন বাস্তবায়নে বাধাবিপত্তি অতিক্রম করে টিকে থাকার সাহস থাকলেই কেবল সফল উদ্যোক্তা হওয়া যায়।

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সরকারি বিভিন্ন নিয়মনীতিগত বাধা না থাকলে দেশ আরও এগিয়ে যেত বলে মনে করেন এ অর্থনীতিবিদ। তাই আগামীতে অর্থনীতির গতি ত্বরান্বিত করতে যতটা সম্ভব আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার আহ্বান জানান তিনি। ড. সালেহউদ্দিন বলেন, কিছু ভুল নীতির কারণে বেশ আগে থেকেই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সঙ্গে করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে যুগপৎ এগিয়ে যেতে হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গেলে সফল ১২ উদ্যোক্তার একজন হওয়া সম্ভব। বাংলাদেশে এখন প্রচুর উদ্যোক্তার প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, এসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা আনিস উদ দৌলা, ট্রান্সকম লিমিটেডের সিইও সিমিন রহমান, এডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গীতিয়ারা সাফিয়া চৌধুরী, এ কে খান গ্রুপের উপদেষ্টা ড. মোহাম্মদ আবদুল মজিদ, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, দেশ গ্রুপের চেয়ারম্যান রোকেয়া কাদের, রহিমআফরোজ গ্রুপের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম, এসিআই ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস, ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।