ডিএসইর তিন সূচক সমন্বয় যুক্ত হয়েছে ১৪ কোম্পানি বাদ পড়েছে ৩৬টি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স, নির্বাচিত কোম্পানির সূচক ডিএস৩০ এবং এসএমই গ্রোথ সূচক ডিএসএমইএক্স সমন্বয় করা হয়েছে।এতে ডিএসইএক্সে নতুন করে ৭টি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে আর বাদ পড়েছে ৩১টি কোম্পানি। ডিএস৩০ সূচক থেকে বাদ পড়েছে পাঁচটি কোম্পানি এবং অন্তর্ভুক্ত হয়েছে পাঁচটি। ডিএসএমইএক্স সূচকে নতুন করে দুটি কোম্পানি যুক্ত হলেও বাদ পড়েনি কোনো কোম্পানি।গতকাল থেকেই এটি কার্যকর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতি বছর একবার ডিএসইএক্স সূচক সমন্বয় করা হয়। সমন্বয়ের পর ডিএসইএক্স সূচকের অন্তর্ভুক্ত মোট কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬টিতে। সূচকটিতে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, একমি পেস্টিসাইডস, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি, সিঅ্যান্ডএ টেক্সটাইলস, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। ডিএসইএক্স সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে গোল্ডেন সন, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, জিল বাংলা সুগার মিলস, লিবরা ইনফিউশনস, রহিম টেক্সটাইল মিলস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, এটলাস বাংলাদেশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ক্রাউন সিমেন্ট, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, লিগ্যাসি ফুটওয়্যার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, দুলামিয়া কটন স্পিনিং মিলস, সাভার রিফ্র্যাক্টরিজ, ইউনাইটেড ফাইন্যান্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি, জাহিন স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি, ফার্স্ট ফাইন্যান্স, ড্যাফোডিল কম্পিউটারস, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফ্যামিলিটেক্স (বিডি), গ্লোবাল হেভি কেমিক্যালস, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি ও মেঘনা কনডেন্সড মিল্ক।

বছরে দুবার ডিএস৩০ সূচক সমন্বয় করা হয়। সমন্বয়ের পর সূচকটিকে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং করপোরেশন ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। অন্যদিকে সূচকটি থেকে বাদ পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ ও লংকাবাংলা ফাইন্যান্স।

প্রতি বছর একবার করে ডিএসএমইএক্স সূচক সমন্বয় করা হয়। সমন্বয়ের পর সূচকটিতে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া দুই কোম্পানি

হচ্ছে নিয়ালকো অ্যালয়স ও মামুন এগ্রো প্রডাক্টস। বর্তমানে সূচকটিতে থাকা কোম্পানির সংখ্যা ১৩টি।