ভারতের রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বেড়েছে

গত মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণে জ্বালানি তেল আমদানি করেছে ভারত। জ্বালানি উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান ভর্টেক্সার মতে, গত ডিসেম্বরে ভারতের রুশ জ্বালানি তেল আমদানি ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে ৩৩ গুণ বেড়েছে।

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশটি ডিসেম্বরে রাশিয়া থেকে দৈনিক ১২ লাখ ব্যারেল আমদানি করেছে। গত নভেম্বরের চেয়ে যা ২৯ শতাংশের বেশি বেড়েছে। মাস খানেক আগে ইরাক ও সৌদি আরবকে হটিয়ে ভারতের বৃহত্তম জ্বালানি তেলের উৎস রাশিয়া।

ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়ার জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞার জেরে দক্ষিণ এশিয়ার অনেক দেশ সস্তায় রুশ জ্বালানি তেল আমদানি বাড়িয়ে দিয়েছে।ডিসেম্বরে আমদানি বৃদ্ধির পেছনে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃক ব্যারেলপ্রতি ৬০ ডলার মূল্য নির্ধারণের ভূমিকা রয়েছে।

ভর্টেক্সার শীর্ষ এশিয়া বিষয়ক বিশ্লেষক সেরেনা হুয়াং জানান, ডিসকাউন্ট মূল্যে অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের সুযোগ লুফে নিয়েছে ভারতীয় রিফাইনাররা। এতে গত মাসে রুশ অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ ক্রেতা হিসেবে চীনকে হটিয়ে শীর্ষে উঠে আসে ভারত।