রানির মৃত্যুর পর বালমোরাল প্রাসাদে ঢোকার অনুমতি পাননি মেগান মার্কেল

প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক গ্রন্থ 'স্পেয়ার' থেকে একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসছে। এবার আরও একটি নতুন তথ্য জানা গেল। 

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লস প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলকে বালমোরাল ক্যাসেলে ঢোকার অনুমতি দেননি। মৃত্যুর আগে জীবনের শেষ সময়টুকু বালমোরাল প্রাসাদেই কাটিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত বছর ৮ সেপ্টেম্বর এ প্রাসাদেই মৃত্যু হয় তার। 

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রানির মৃত্যুর সময় প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল লন্ডনে ছিলেন। রানির মৃত্যুর খবর শুনে সস্ত্রীক স্কটল্যান্ডের পথে রওনার প্রস্তুতি নিলেও রাজা তৃতীয় চার্লস তাকে ফোনে স্ত্রীকে না নিয়ে আসার জন্য নির্দেশ দেন। পরে একাই রওনা দেন প্রিন্স হ্যারি। 

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, এক সূত্র জানিয়েছে রাজা তৃতীয় চার্লস প্রিন্স হ্যারিকে বলেছিলেন, 'এই শোকস্তব্ধ পরিবেশে মেগান মার্কেলকে এখানে আনা ঠিক হবে না।'