ইন্ট্রাকোর ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে একক কোম্পানি হিসাবে ৬২ কোটি ৫৮ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার। এর মাধ্যমে এক্সচেঞ্জটির সর্বোচ্চ লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা। আলোচ্য সপ্তাহের মোট লেনদেনের ৫ দশমিক ৫২ শতাংশই কোম্পানিটির দখলে রয়েছে। এ সময়ে কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৫৪ দশমিক ৫৫ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭২ পয়সায়। এর আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১২ টাকা ৫০ পয়সায়।