আবাসন মেলায় আরএফএল’র কিচেন-ফিটিংস আইটেমে ২০% ছাড়

নানা ধরনের ছাড় আর উপহারে চলছে আবাসন মেলা-২০২২। মেলায় গ্রাহকদেরও বেশ সাড়া মিলছে। একই ছাদের নিচে সব কোম্পানির প্রকল্প দেখার সুযোগ থাকায় আগ্রহী ক্রেতারা আসছেন। তারা বিভিন্ন কোম্পানির অফার দেখছেন, পছন্দ হলে বুকিং দিচ্ছেন।মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। মেলায় কিচেন আইটেম এবং ফিটিংস আইটেমে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও আবাসন খাতের কোম্পানিগুলোও তাদের চলমান বা রেডি প্রকল্পকে সাজিয়েছে নানাভাবে। কোম্পানিগুলোও নানা অফারের ব্যবস্থা রেখেছে। প্রকল্প পছন্দ হলেই বুকিং দিয়ে রাখছেন ক্রেতারা।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রিহ্যাব ফেয়ার ঘুরে এ চিত্র উঠে এসেছে।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা বলছেন, আরও একদিন চলবে মেলা। এরই মধ্যে মেলা জমে উঠেছে। ক্রেতার সাধ্যের মধ্যে ভালো মানের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হওয়ায় তারা সেগুলো লুফে নিচ্ছেন।

বিক্রেতারা বলছেন, বছরের এ সময়টিই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার উপযুক্ত সময়। এখানে যাচাই-বাছাই করে নানা প্রকল্প দেখে বুকিং দেওয়া যায়। পছন্দ না হলে অন্য কোনো প্রকল্প দেখে নেওয়া যায়। মেলা উপলক্ষে আবাসনের সহযোগী প্রতিষ্ঠানও নিয়ে এসেছে নানা অফার।

কথা হয় আবাসন মেলায় প্রাণ-আরএফএলর স্টলে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ রায়হান আলীর সঙ্গে। তিনি জানান, মেলা উপলক্ষে আমাদের এখানে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ভালো মানের পণ্যের সমাহার থাকায় ক্রেতারাও আসছেন। ক্রেতাদের সাধ্যের মধ্যেই আমাদের উন্নত মানের পণ্যগুলো থাকায় তারাও আকৃষ্ট হচ্ছেন।

প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ফয়সাল জানান, ক্রেতার কথা বিবেচনায় নিয়ে আমরা মেলায় ছাড় নিয়ে এসেছি। মেলায় আগতরা এখান থেকে কিচেন আইটেম এবং ফিটিংস আইটেমে বুকিং দিতে পারছেন। বুকিং দিলেই ক্রেতারা নানা ধরনের পণ্যে পাচ্ছেন ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ২১ ডিসেম্বর শুরু হওয়া রিহ্যাব ফেয়ার শেষ হবে ২৫ ডিসেম্বর। রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে ২৫ ডিসেম্বর রাত ৯টার পরিবর্তে দুপর ২টায় মেলা শেষ হবে। এবারের আবাসন মেলায় ১৮১টি স্টল রয়েছে। অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানে ব্যাপক ভিড় করছেন আগত ক্রেতারা। ফ্ল্যাটের দাম বাড়ায় অনেকেই লোনের বিষয়টা আগে নিশ্চিত করতে চাচ্ছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে মেলার শেষ দিন রোববার মেলা চলতে দুপুর ২টা পর্যন্ত। এবারের মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার চলাকালীন ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকছে এলইডি টেলিভিশন, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ।