জেনারেশন নেক্সটের এজিএমে লভ্যাংশ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করেছেন এর পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে এ সিদ্ধান্ত পরিবর্তন করে ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে (ডিএসই) গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জেনারেশন নেক্সট ফ্যাশনসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৫ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছর শেষেও যা একই ছিল। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ৯১ পয়সায়। আগের হিসাব বছর শেষেও যা একই ছিল।


এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি জেনারেশন নেক্সট ফ্যাশনস। সর্বশেষ ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগের দুই বছরও একই হারে স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। এছাড়া ২০১২-১৩ হিসাব বছর ও ২০১৩-১৪ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।