বিএনপির এমপিদের পদত্যাগ: শূন্য আসনে তফসিল রোববার

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ছয় সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। এ শূন্য আসনগুলোতে এখন উপ-নির্বাচন হবে।

আগামী রোববার (১৮ ডিসেম্বর) শূন্য এ আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি মো. আলমগীর বলেন, রোববার নির্বাচন কমিশনের সভা রয়েছে। এ সভায় শূন্য আসনে উপ-নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ এবং সিসিটিভি বসানোর বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভায় আলোচনা হবে।

কবে নির্বাচন হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি না, তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

ইসি আলমগীর আরও বলেন, কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে। এখন পর্যন্ত এ কমিশন যতগুলো নির্বাচন করেছে, তার সবগুলোই অবাধ ও সুষ্ঠু হয়েছে। আমরা সব রাজনৈতিক দলের আস্থা অর্জনের চেষ্টা করছি।

এদিকে, যে ১৪টি রাজনৈতিক দলকে ইসি শোকজ করেছে, তাদের জবাব পাওয়ার পরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি আলমগীর।