ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১৮ ডিসেম্বর

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে ১৮ ডিসেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করতে যাচ্ছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইসিআইসিএল)। যদিও গতকাল এ লেনদেন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

এরই মধ্যে আইপিও আবেদনকারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি। এর আগে চলতি বছরের ২০-২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়।

আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। 


কোম্পানিটির আইপিও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।