বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ইন্ট্রাকোর দুই স্টেশন

গ্রাহকদের আরো উন্নত মানের সেবা প্রদান ও কোম্পানির আয় বাড়ানোর লক্ষ্যে একটি এলপিজি অটো গ্যাস স্টেশন ও একটি মাদার-ডটার (পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের সুবিধা না থাকলে বাল্ক ক্যারিয়ারের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রযুক্তি)  সিএনজি স্টেশনের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, পাঁচটি এলপিজি অটো গ্যাস স্টেশন ও পাঁচটি মাদার-ডটার সিএনজি স্টেশন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এরই মধ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডাররা এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এর মধ্য থেকে চট্টগ্রামের টাইগার পাস মোড় ও ঢাকার কেরানীগঞ্জে একটি এলপিজি অটো গ্যাস স্টেশন ও একটি মাদার-ডটার  সিএনজি স্টেশন বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে, যা ১৮ ডিসেম্বর থেকে পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে যাবে। বাকি স্টেশনগুলো পরে চালু করা হবে।