প্রিমিয়ার লিজিংয়ের ৬০০ কোটি টাকা সঞ্চিতি ঘাটতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের সঞ্চিতি ঘাটতির পরিমাণ ৬০০ কোটি টাকার দাঁড়িয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণ, অগ্রিম ও ইজারার প্রায় ৭২ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটির মূলধন পর্যাপ্ততার অনুপাত দাঁড়িয়েছে ঋণাত্মক ৪১ দশমিক ৭১ শতাংশে। এসব কারণে কোম্পানিটির টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এর নিরীক্ষক। সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদনে এ বিষয়ে মতামত প্রদান করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান রহমান মোস্তফা আলম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, গত বছরের ৩১ ডিসেম্বর শেষে প্রিমিয়ার লিজিংয়ের বিতরণ করা ঋণ, অগ্রিম ও ইজারার পরিমাণ ছিল ১ হাজার ৩১০ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে ৯৩৮ কোটি ৩৬ লাখ টাকাই ছিল খেলাপি, যা মোট বিতরণ করা ঋণ, অগ্রিম ও ইজারার ৭১ দশমিক ৬১ শতাংশ। এদিকে বাংলাদেশ ব্যাংকের নিয়মানুসারে ৪৬৬ কোটি ১৪ লাখ টাকার সঞ্চিতি সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি ১৫৯ কোটি টাকার সঞ্চিতি সংরক্ষণ করেছে। একইভাবে প্রতিষ্ঠানটির আরো ২৯২ কোটি ৮৬ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ৮ বছরের মধ্যে এ ঘাটতি পূরণের সুযোগ দিয়েছে। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে সঞ্চিতি সংরক্ষণের পরও প্রিমিয়ার লিজিংয়ের ৬০০ কোটি টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে। পাশাপাশি এ সময়ে প্রতিষ্ঠানটির মূলধন পর্যাপ্ততার অনুপাত দাঁড়িয়েছে ঋণাত্মক ৪১ দশমিক ৭১ শতাংশে। এতে নগদ তহবিলের জন্য বাইরের উেসর প্রতি কোম্পানির অতিনির্ভরতা বিষয়টি প্রকাশ পায় এবং এতে কোম্পানির পরিচালন ঝুঁকিও বেড়ে যায়। এসব কারণে কোম্পানিটির টিকে থাকা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে বলে মনে করছেন নিরীক্ষক।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৪৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট দায়ের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ৫ টাকা ৭৯ পয়সায়। এ সময়ে প্রতিষ্ঠানটির ২৪৫ কোটি ১৬ লাখ টাকার কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটি ১০৫ কোটি ২৮ লাখ টাকা সঞ্চিতি সংরক্ষণ করেছে, যেখানে প্রকৃতপক্ষে সংরক্ষিতব্য সঞ্চিতির পরিমাণ ৭০৫ কোটি ২৮ লাখ টাকা। সব ধরনের সঞ্চিতির পরিমাণ বিবেচনায় নিলে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হবে ৬২ টাকা ৯৮ পয়সা এবং শেয়ারপ্রতি দায়ের পরিমাণ ৫০ টাকা ৩৫ পয়সায় দাঁড়াবে। লোকসান ও দায়ের পরিমাণ আরো বাড়তে থাকলে কোম্পানিটির বিদ্যমান আর্থিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার বিষয়ে এর বিনিয়োগকারীদের জন্য একটি সতর্কবার্তা। এ ধরনের সংকটময় পরিস্থিতিতে টানা দুই বছর ধরে লোকসানে থাকার বিষয়টি প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চির ধরাবে বলে মনে করছেন নিরীক্ষক।