নাগরিক সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা

রাষ্ট্রীয় হেফাজতে মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বুধবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ শুরু হয়েছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ
সাকির নেতৃত্বে নাগরিক সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচিও
রয়েছে। এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে গণফোরামের একটি অংশ। বামজোটের একটি গ্রুপ
প্রেস ক্লাবে ও একটি গ্রুপ শাহবাগে অবস্থান নিয়েছে। সেখান থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়
অভিমুখে পদযাত্রায় অংশ নেবেন। নাগরিক সমাবেশে উপস্থিত রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের
প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে, পুলিশ খুব শক্ত অবস্থানে রয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মৎসভবনের সামনেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।


