ডিএসই‌তে লেন‌দেন চালু

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চালু হয়েছে। আজ সোমবার দুপুর ২টা ১০ মিনিটে লেনদেন চালু হয়। চলবে  ২ টা ২৫ মি‌নিট পর্যন্ত। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। ্

এদিন সকাল ১০টা ৫৮ মিনিটে  ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ হয়ে যায়। পরে সমস্যা সমাধানে আইটি টিম, নাসডাক এবং সংশ্লিষ্টরা বৈঠকে করেছেন। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টায় কারিগরি সমস্যার সমাধান করে লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।

লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত পতনের ধারায় ছিল ডিএসই সূচক। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৫টি দাম বেড়েছিল, ৭৯টির কমেছিল এবং ১৯৯টির দর অপরিবর্তিত ছিল।