১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইজেনারেশন

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ উদ্যোক্তা ও পরিচালকদের বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেন অনুমোদনের পাশাপাশি এ ঘোষণা দেয়া হয়।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে ইজেনারেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৮৬ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৭ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ নভেম্বর।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৪৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৬২ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৩২ দশমিক ৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক ৫৩ শতাংশ বিদেশী ও ২৮ দশমিক ৮৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।