শুল্ক ফাঁকি বন্ধে বরিশাল নৌবন্দরে কঠোর নজরদারি

শুল্ক ফাঁকি বন্ধে বরিশাল নৌবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে দুই সদস্যের তদারকি কমিটি। নৌবন্দরের ১৬টি পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সম্প্রতি নৌবন্দরের বুকিং কাউন্টারে দুর্নীতি ধরা পড়ায় দুদকের আকস্মিক অভিযানের পর তিনজনকে বরখাস্তসহ ২৩ জন শুল্ক প্রহরীকে প্রত্যাহার করা হয়েছিল। ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌবন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

জানা গিয়েছে, গত ২৮ জুন বরিশাল নদীবন্দরের কাউন্টারে অভিযান চালায় দুদকের টিম। এ সময় সেখান থেকে অবৈধ টিকিট ও টিকিট বিক্রির হিসাবের খাতা জব্দ করা হয়। দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বন্দরে টিকিট কালোবাজারির অভিযোগ ছিল। নদীবন্দরে বিক্রি করা টিকিট ও যাত্রীর সঠিক হিসাব দিত না বন্দর কর্তৃপক্ষ। বরিশাল নৌবন্দরের বুকিং কাউন্টারের রাজস্ব আদায় তদারকির জন্য গঠিত কমিটির সদস্য বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন বলেন, কাউন্টারের শুল্ক ফাঁকি দেয়া হচ্ছে কিনা, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় কিনা, তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, তিনি যোগদানের পর বরিশাল নৌবন্দরের বুকিং কাউন্টারের রাজস্ব আদায়ের তদারকিসহ তিনটি বিষয়ে তদারকির জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নৌবন্দরের ১৬টি পয়েন্টে সিসি ক্যামেরা বসিয়ে প্রধান কার্যালয়ে যুক্ত করা হয়েছে।