ঊর্ধ্বমূখী ধারায় ভারতের ভোজ্যতেল আমদানি

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার সুযোগ নিচ্ছে ভারত। দেশটি সম্প্রতি এসব তেল আমদানি বাড়িয়েছে। গত মাসে দেশটি ১৩ লাখ ৭৫ হাজার টন ভোজ্যতেল আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ লাখ ১৬ হাজার টন। সে হিসেবে আমদানি ৩৫ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। জুলাইয়ে দেশটি ১২ লাখ ৫ হাজার টন আমদানি করেছিল। সে হিসেবেও আমদানি বৃদ্ধি পেয়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এদিকে ভারতের আমদানি বাড়ায় তাত্ক্ষণিক প্রভাব পড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের বাজারে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বাজার আদর্শটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৫ দশমিক ৮৪ শতাংশ বেড়ে টনপ্রতি ৩ হাজার ৮৯৮ রিঙ্গিতে উন্নীত হয়েছে।

সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) দেয়া তথ্যানুযায়ী, ২০২১-২২ তেলবর্ষের (নভেম্বর-অক্টোবর) প্রথম ১০ মাসে ভারত সব মিলিয়ে ১১ কোটি ৭ লাখ টন ভোজ্যতেল আমদানি করেছে। গত বছরের একই সময় ১০ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টন আমদানি করা হয়েছিল। সে হিসেবে আমদানি বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।

এসইএর নির্বাহী পরিচালক বিভি মেহতা বলেন, তেলবর্ষের প্রথম ১০ মাসে আরবিডি পামঅলিন আমদানিও বেড়েছে। ২০২১-২২ বছরের নভেম্বর-আগস্ট পর্যন্ত ভারত সব মিলিয়ে ১৩ লাখ ৪৬ হাজার টন আরবিডি পামঅলিন আমদানি করেছে। এর আগের বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ২ লাখ ৩০ হাজার টন। সে হিসেবে পণ্যটির আমদানি ৪৮৩ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।

আমদানিতে প্রবৃদ্ধির কারণ হিসেবে তিনি ইন্দোনেশিয়া কর্তৃক আরোপিত অপরিশোধিত পাম অয়েলে ঊর্ধ্বমুখী রফতানি শুল্ক ও আরবিডি পামঅলিনে নিম্নমুখী করকে উল্লেখ করেন। এর মাধ্যমে ইন্দোনেশিয়ার রফতানিকারকরা লক্ষণীয় মাত্রায় মূল্যছাড় দেয়ার মাধ্যমে পণ্যটির রফতানি বাড়াতে সক্ষম হয়েছেন। ফলে ভারতের মোট ভোজ্যতেল আমদানির ১২ শতাংশই এসেছে পামঅলিন থেকে। অথচ গত বছর যা ছিল মাত্র ২ শতাংশ।

তবে এ কারণে ২০২১-২২ তেলবর্ষে প্রথম ১০ মাসে অপরিশোধিত পাম অয়েল আমদানি কমে ৪৪ লাখ ৪২ হাজার টনে নেমেছে। গত বছরের একই সময় যা ছিল ৬০ লাখ ২০ হাজার টন। সে হিসেবে আমদানি ২৬ দশমিক ২১ শতাংশ কমেছে।

২০২১-২২ তেলবর্ষের প্রথম ১০ মাসে ভারতের মোট ভোজ্যতেল আমদানিতে পাম অয়েলের হিস্যা কমেছে। বিপরীতে সফট অয়েলের হিস্যা বেড়েছে।

তথ্য বলছে, গত চার মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ব্যাপক কমেছে। এর মধ্যে আরবিডি পামঅলিনের দাম টনপ্রতি ৯৬৫ ডলার, অপরিশোধিত পাম অয়েলের দাম টনপ্রতি ৬৮৫ ডলার, অপরিশোধিত সয়াবিন তেলের দাম টনপ্রতি ৬০৭ ডলার ও অপরিশোধিত সূর্যমুখী তেলের দাম টনপ্রতি ৭৩০ ডলার করে কমেছে।