দেড় ঘণ্টায় সাড়ে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় সব সূচক কমেছে। তবে এ সময় পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর মধ্য অধিকাংশের দর বেড়েছে। পাশাপাশি আলোচ্য সময়ে এ এক্সচেঞ্জে সাড়ে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, এদিন সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক বাড়লেও পরে তা কমতে থাকে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৫২৭ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এ সময় পর্যন্ত ১৩ প‌য়েন্ট কমে ২ হাজার ৩৬০ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৯৩টির আর অপরবর্তিত রয়েছে ১২৬টি সিকিউরিটিজের বাজারদর। এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ১ হাজার ৫৫৯ কো‌টি ৮৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।