আরো ৫টি শস্যবাহী জাহাজ ইউক্রেন ছেড়েছে

ইস্তানবুল শস্য রফতানি চুক্তির আওতায় আরো পাঁচটি শস্যবাহী জাহাজ ইউক্রেনের সমুদ্রবন্দর ছেড়েছে। সম্প্রতি তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ইউক্রেনের কোন বন্দর থেকে জাহাজগুলো ছেড়ে গিয়েছে এবং এর গন্তব্যস্থল কোথায় বিবৃতিতে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি মন্ত্রণালয়টি। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার ১২টি জাহাজ পরিদর্শনের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের কারণে ইউক্রেন থেকে বিশ্বব্যাপী শস্য রফতানি বন্ধ হয়ে যায়। পুনরায় শস্য রফতানি শুরুর জন্য ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় গত ১ আগস্ট থেকে শস্যবাহী জাহাজ ইউক্রেনের কৃষ্ণ সাগরের তিনটি বন্দর থেকে ছেড়ে যেতে শুরু করে।

এদিকে শস্যবাহী জাহাজ রফতানি তদারকি করার জন্য ইস্তানবুলে তিনটি দেশ এবং জাতিসংঘের কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ চুক্তির পর থেকে ১০৫টি জাহাজ ইউক্রেন বন্দর ছেড়ে গিয়েছে। যেগুলোর মাধ্যমে ২৫ লাখ টনের বেশি কৃষিপণ্য বিশ্বজুড়ে সরবরাহ করা হয়েছে।