সাইন ফ্যাশনের শ্রমিকদের ৩০ কোটি টাকা বকেয়া পরিশোধ শুরু

ঢাকা ইপিজেডের বন্ধ কারখানা সাইন ফ্যাশন কোম্পানি লিমিটেডের শ্রমিকদের বেতন-ভাতার বকেয়া পরিশোধের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর মাধ্যমে শ্রমিকরা পর্যায়ক্রমে ৩০ কোটি ২ লাখ টাকা পাবে।

গতকাল রোববার এক অনুষ্ঠানে পাওনা পরিশোধের এ কার্যক্রম শুরু হয়েছে। ওই সময় ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বেশ কয়েকজন শ্রমিকের হাতে বেতন-ভাতার বকেয়া পাওনার পে-অর্ডার তুলে দেন। বাকি শ্রমিকদের বকেয়া ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।

কারখানা বন্ধ হওয়ার প্রায় দুই বছর পর এই শ্রমিকরা তাদের বকেয়া হাতে পাচ্ছেন।

২০৮৩ জন শ্রমিকের বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০২০ সালে কারখানা কর্তৃপক্ষ সাইন ফ্যাশন বন্ধ ঘোষণা করে। বেপজা ওই বছরের ১ ডিসেম্বর কারখানাটির সঙ্গে সম্পাদিত ভূমি ইজারা চুক্তি বাতিল করে এবং শ্রমিকদের সকল পাওনা পরিশোধের ব্যবস্থা করবে বলে আশ্বস্ত করে। এখন নিলামের মাধ্যমে কারখানা বিক্রয় করে পাওনা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।

বেপজা এর আগেও ঢাকা ইপিজেড, চট্টগ্রাম ইপিজেড, আদমজী ইপিজেড ও ঈশ্বরদী ইপিজেডের কয়েকটি বন্ধ কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করেছে।